বকেয়া বেতন আদায়ের দাবিতে শুক্রবার অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা তাদের পরিষেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেই। নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত হয় এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। আর এবার এমন পরিস্থিতিতে সাধারণ মানুষদের পরিষেবার কথা মাথায় রেখে বিজেপির তরফে ১১ দফা দাবি দাওয়া নিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন জমা দেওয়া হল।
বিজেপির দাবি সাধারণ মানুষের সুবিধার্থে অবিলম্বে সাধারণ মানুষদের সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হবে এবং অ্যাম্বুলেন্স চালকদের বকেয়া টাকা মেটাতে হবে। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পরিষেবা আরো ভালো করতে হবে। হাসপাতাল চত্বরে দালাল চক্র বন্ধ করতে হবে এবং জ্বালি ওষুধ চক্র বন্ধ করতে হবে। এছাড়াও আবাসিকদের সুবিধা দিতে হবে, ইত্যাদি সহ ১১ দফা দাবি দাওয়া তুলে দেওয়া হয় হাসপাতালের বি এম ও এইচ এর হাতে। এমন ডেপুটেশন কর্মসূচিতে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়াও ছিলেন দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার হোসেন খান, দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্যরা।
অনুপ কুমার সাহা নিজেদের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
অন্যদিকে এমন ডেপুটেশন পেয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ ডা সালমান মন্ডল জানিয়েছেন, বিষয়গুলি দেখা হবে।
