দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ রাজ্যের চালু হলো নির্বাচন কমিশনের SIR। এই ১২ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই রীতিমতো মিষ্টিমুখ করে তাকে স্বাগত জানাতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের। সোমবার সন্ধ্যায় রাস্তায় নেমে বিজেপি কর্মী সমর্থকরা এসআইআরকে স্বাগত জানালেন দুবরাজপুরে।
এসআইআরকে স্বাগত জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের নতুন এই পদ্ধতি নিয়ে কোনরকম প্ররোচনায় যাতে কেউ কান না দেন সেই বিষয়েও আবেদন জানানো হয় বিজেপির তরফে। বিজেপি বিধায়ক অনুপ সাহা আশ্বস্থ করেছেন, নতুন পদ্ধতি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে আর যা যা নথি চাওয়া হবে সেগুলি যেন সাধারণ মানুষেরা দেখান। আর এই পদ্ধতিতে সার্ভে করার পর হবে ২০২৬ এর বিধানসভা নির্বাচন।
এদিন বিজেপির তরফে দুবরাজপুরের দলীয় কার্যালয়ের কাছে রাস্তায় পথ চলতি ও স্থানীয়দের মিষ্টিমুখ করানো হয়। বিজেপির এই কর্মসূচিতে বিধায়ক অনুপ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
