নিহত বিজেপি কর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অনুদান বিজেপির

অমরনাথ দত্ত : বিগত লোকসভা নির্বাচনের আগে ও পরে বারংবার রাজনৈতিক সংঘর্ষে জড়িয়েছে বীরভূম। যে সংঘর্ষে প্রাণ গিয়েছে একাধিক রাজনৈতিক দলের সমর্থকদের। সেই সকল সমর্থকদের কখনো বিজেপি নিজেদের কর্মী বলে দাবি করেছে, কখনো আবার তৃণমূল তাদের কর্মী বলে দাবি করেছে। বিজেপি আজ নিজেদের দাবি করা দুই নিহত কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা অনুদান তুলে দিলো।

গত বছর অক্টোবর মাসে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত দ্বারকা গ্রামে উদ্ধার হয় তাপস বাগদী নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। তারপর মৃত ওই তাপস বাগদীর পরিবার ও বিজেপি দাবি করে বিজেপি করার জন্য তাপস বাগদিকে মেরে ফেলা হয়েছে।

অন্যদিকে এবছর আগস্ট মাসে লাভপুর থানার অন্তর্গত মীরবাঁধ গ্রামের ডালু শেখ নামে এক বিজেপি কর্মী বোমার আঘাতে মারা যায়।ডালু শেখকে বিজেপি তাদের সক্রিয় কর্মী বলে দাবি করে এবং এই ঘটনা তৃণমূলের দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে অভিযোগ করে।

আজ বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল এবং তার অনুগামীরা নিহত এই দুই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে দশ লক্ষ টাকা অনুদান দেন। অনুদান দিয়ে বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, “নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেইমতো আজ তাদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে দশ লক্ষ টাকা তুলে দিলাম।”