বিজেপির আইটি সেলের ইনচার্জকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মী ষষ্ঠীচরণ দের উপর এমন হামলা হয়। যে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।
বিজেপির আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দের উপর এমন মারধরের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। মারধরের পরিপ্রেক্ষিতে তিনি গুরুতর আহত অবস্থায় সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। এমন মারধরের ঘটনায় পরিপ্রেক্ষিতে আহত বিজেপি কর্মী জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের সেই হনু টুপি পরার ডায়লগের কথা মনে আছে? ঠিক ওই ভাবেই হনু টুপি পরে তারা আক্রমণ চালায়।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই রেকর্ড ঠান্ডার, বৃষ্টির সম্ভাবনা ৩ জেলায়, দেখুন আজকের আবহাওয়া
বিজেপির পতাকা বাধাকে কেন্দ্র করে এমন ঘটনা। বোলপুরের কঙ্কালীতলা এলাকায় দিনের আলোতেই পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তার উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের এমন ঘটনায় ষষ্ঠীচরণ দের নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। এরপরই তাকে উদ্ধার করে বোলপুরের সিয়ান হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।
