রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রীতিমতো একের পর এক জায়গায় অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল বারবার এত কম সময়ের মধ্যে এই প্রক্রিয়া শুরু করা এবং শেষ করার বিরোধিতা করে আসছে। আর এই সমস্ত অসন্তোষ ক্ষোভ বিক্ষোভ আরো বেশি মাথা চারা দেয় যখন শুনানি পর্ব শুরু হয়। শুনানি পর্ব শুরু হওয়ার পর হাজার হাজার মানুষকে শুনানির জন্য ডাকার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু নয়। আর এবার এই বিষয়টি নিয়েই ব্যাটন ধরলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যে সকল তথ্য তিনি তুলে ধরেছেন তারপর সাধারণ মানুষই বলুক এই সকল মানুষদের শুনানিতে ডাকা উচিত ছিল না ছিল ন?
৯১ হাজার মানুষের ছয়ের বেশি সন্তান, ৭০ হাজার মানুষের অদ্ভুত কারণ! কেন এসআইআর শুনানিতে বীরভূমে এত মানুষকে ডাকা হল তার কারণ জানালেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়
