ইলামবাজারে বিজেপি অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকে, কটাক্ষ অনুব্রত মণ্ডলের

অমরনাথ দত্ত : ভাংচুরের রাজনীতি নিয়ে ফের সরগরম বীরভূম। সোমবার বীরভূম জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইলামবাজারে তৃণমূলের অনুব্রত মন্ডলের সভা যাওয়ার সময় তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় ইলামবাজারের বিজেপির দলীয় কার্যালয়ে। যদিও বিজেপি নেতৃত্বের সেই অভিযোগকে অস্বীকার করে বিজেপিকে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বিজেপি কর্মী দীপঙ্কর যশ জানান, “সোমবার দুপুর তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলের সভায় যোগ দিতে যাওয়ার সময় শ’পাঁচেক তৃণমূল কর্মী এসে আমাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পাশাপাশি তারা হুমকি দেয় পার্টি অফিস খোলা যাবে না বলে। এর পাশাপাশি আমাদের লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল ছোঁড়া হয়।”

যদিও এই ঘটনাকে কটাক্ষ করে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান, “ও কোথায় কি হয়েছে না হয়েছে! চালের কটা বাতা বাতাস ছাড়িয়ে দিয়েছে নিয়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। ঘরের চাল ভালো করে ছোঁয়াতে জানেনা। সারাদিন বাতাস দিয়েছে, এক দুটো খর ফর উড়ে গেছে।”