রাতের অন্ধকারে আদিবাসী মহিলার সঙ্গে…! চিকিৎসা করাতে এলে পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আদিবাসী মহিলাকে মারধর! আদিবাসী ওই মহিলার সঙ্গে ঠিক কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়! তবে ওই আদিবাসী মহিলাকে হাসপাতালেই চিকিৎসার জন্য আনা হলে পুলিশের সঙ্গে রীতিমত বচসা শুরু হয় বিজেপি নেতাকর্মীদের। কিভাবে এমন ঘটনার সূত্রপাত?

বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আমগাছি গ্রামের এক আদিবাসী মহিলাকে বাড়িতে ঢুকে মারধরের পাশাপাশি তাকে তুলে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে আহত অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনে।

আরও পড়ুন: রেলের জায়গায় ফেন্সিং! পুকুরে নামা বন্ধ, ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল, বিজেপি বলছে সব নাটক

স্বামীহারা ওই আদিবাসী মহিলার সঙ্গে কোন জোর জবরদস্তি করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে বিজেপি অনেক কিছু দাবি করছে এবং তারই পরিপ্রেক্ষিতে ডিএসপি ডিএনটি কুনাল মুখার্জির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা এমন জায়গায় পৌঁছই যে পুলিশ আধিকারিক অসুস্থ হয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।

অন্যদিকে আদিবাসী এক সংগঠনের তরফে দাবি করা হচ্ছে, বিজেপির কিছু লোকজন বিশেষ করে ধর্ষকদের সঙ্গে নিয়ে এসে এই ঘটনার বিচার চাওয়া হচ্ছে। এখন ওই মহিলা বর্ধমানের চিকিৎসাধীন। সে সুস্থ হয়ে এলেই সমস্ত কিছু স্পষ্ট হবে।