‘বিজেপি-আরএসএস করবো না’! তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে জোর করে বলা করালেন বিজেপি সমর্থককে! ভিডিও ছড়িয়ে পড়তেই পাল্টা হুঁশিয়ারি বিজেপির

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও এখন বীরভূমের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে তৃণমূল কর্মীরা ঘিরে ধরেছেন এবং জোর করে বলা করাচ্ছেন ‘আর বিজেপি আর এস এস করবো না।’আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল।

যা জানা যাচ্ছে তাতে এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত আঙ্গোরা গ্রামে। রিন্টু পাল নামে এক যুবকের উপর এমন ঘটনা ঘটে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে সোমবার নানুর থানা এবং বীরভূম জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানানো হয়েছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন যদি এই ঘটনায় স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই ধরনের ঘটনা পরবর্তীতে কোথাও ঘটলে তার দায়ভার কেউ নেবে না