বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

নিজস্ব প্রতিবেদন : ফের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বীরভূমে। যে বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে সেই বাড়ির লোকজন নিজেদের বিজেপি সমর্থক বলে দাবি করেছেন এবং এই আগুন লাগার ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আঙ্গুল তোলা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত খাদিম পুকুর গ্রামে। জানা গিয়েছে ওই এলাকার সেখ ছপ্পর নামে এক ব্যক্তির চালাঘরে আগুন লাগে। এই ঘটনায় পরিবারের লোকজন নিজেদের বিজেপি সমর্থক বলে দাবী করার পাশাপাশি দাবি করেছেন তৃণমূলের তরফ থেকে এই কাজ করা হয়েছে।

আয়েরা বিবি অভিযোগ করেছেন, “আমরা বিজেপি করি বলেই আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। আমাদের এলাকায় থাকতে দেবে না। আমরা এলাকায় শান্তি চাই।” পাশাপাশি তিনি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। যদিও ইলামবাজার পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অন্যদিকে আগুন লাগার এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগকে অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কারণ আগুন লাগার এই ঘটনা পাশের বাড়ির লোকজন জানতে পারছে না। নিজেরাই আগুন লাগিয়ে মিথ্যা প্রচার করছে। রাতে পুলিশ প্রশাসনিকভাবে দেখেছে এবং এই ঘটনাকে মিথ্যা বলেছে।”

প্রসঙ্গত, গতকাল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, “২০১৭ সালে খেলা আরম্ভ করেছিলেন শিবতলার মাঠে। মনে আছে কটা বাজছে? ন’টার পর খেলা স্টার্ট করবো। ভ’য়ঙ্কর খেলা। ১৭ সাল থেকে খেলা আরম্ভ করেছি।”

[aaroporuntag]
আর অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্যের পর গতকাল রাতে ইলামবাজারের খাদিমপুর গ্রামে বিজেপি সমর্থকের বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন, “তাহলে কি রাত্রি ন’টার পর খেলা স্টার্ট হয়ে গেল!”