‘দুবরাজপুরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের চিকিৎসা করানো দরকার’, আচমকা কেন এমন বললেন অনুপ সাহা

লাল্টু: দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের চিকিৎসা করানো দরকার। এমনই দাবি করতে দেখা গেল দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহাকে। আচমকা কেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের চিকিৎসা করানোর দরকার বলে মনে করছেন অনুপ সাহা!

অনুপ সাহার এমন মনে করার পিছনে রয়েছে তাকে নিয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে এবং ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলীর বিস্ফোরক অভিযোগ। গত বুধবার দুবরাজপুরে তৃণমূলের একটি বৈঠকে বিধায়ক অনুপ সাহাকে নিয়ে দুজনেই দাবি করেন, তিনি দুবরাজপুরের বিধায়ক হলেও তাকে এলাকায় দেখা যায় না। দরকারি কাজের জন্য এলাকার মানুষদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়। এমনকি সিউড়ির বিধায়কের থেকে বিভিন্ন কাজের জন্য সই করিয়ে আনতে হয়।

আরও পড়ুন: ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি! বাড়ি বাড়ি যাবে মেয়েরা

এসব দাবির পাল্টা হিসাবেই বিধায়ক অনুপ সাহা দুজনের চিকিৎসা করানো দরকার বলে দাবি করেছেন।