পদ্ম ছাপের স্যানিটাইজার বিলির উদ্যোগ অনুপম হাজরার, প্রচার তৃণমূল মুক্ত করার

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, “করোনার ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি। কবে হবে জানা নেই। কিন্তু তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। সঠিক সময়ে তা প্রয়োগ করা হবে।”

আর এই সকল রাজনৈতিক বাদানুবাদে যখন বঙ্গ রাজনীতির তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে ঠিক তখন নতুন এক উদ্যোগের কথা জানালেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। পদ্ম ছাপ যুক্ত ছোট শ্যাম্পুর পাতার মত পাতায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি স্যানিটাইজার বিলি করবে। অনুপম হাজরার কথায়, বাংলা থেকে তৃণমূলকে মুক্ত করতে এই স্যানিটাইজার বিলি করবেন বিজেপি কর্মীরা।

অনুপম হাজরা মূলত বিজেপি নেতাদের ‘বহিরাগত’ অথবা ‘পর্যটক’ ইত্যাদি উপমায় তৃণমূল কর্মীদের দ্বারা কটাক্ষকে চ্যালেঞ্জ করে দাবি করেছেন, “আমাদের পর্যটক বা বহিরাগত বলে লাভ নেই, বা পশ্চিমবাংলার মানুষজনকে এইভাবে ভুল বুঝিয়ে লাভ নেই, বাংলাকে আমরা তৃনমূল জীবাণুমুক্ত করবোই। কারণ আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জী একজন বাঙালি।”

অন্যদিকে অনুপম হাজরার এই মন্তব্যের পর তৃণমূলের তরফ থেকেও পাল্টা দাবি করা হয়েছে, “দেশের মানুষকে বর্তমানে দুটি ভাইরাসের সাথে লড়াই করতে হচ্ছে। একটি হলো করোনা এবং অন্যটি হলো বিজেপি। বাংলার মানুষ বিজেপি ভাইরাসকে পরাজিত করবে।”