প্রথম তিন দফা ভোটে কত আসন পাবে বিজেপি, জানালেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচনের পরেই তড়িঘড়ি দিল্লি থেকেই সাংবাদিক বৈঠক করে অমিত শাহ ঘোষণা করে দিয়েছিলেন তারা কতগুলি আসন নিশ্চিত ভাবে পেতে চলেছেন। প্রথম দফা নির্বাচনে ৩০টি আসনের মধ্যে ২৬টির বেশি বিজেপি পাবে বলে দাবি করেছিলেন তিনি সাংবাদিক বৈঠক থেকে। আর এই দাবি নিয়ে শাসকদল তৃণমূল খোঁচা দিতে ছাড়েনি অমিত শাহকে। তবে এরপরেও থামানো গেল না অমিত শাহকে। তৃতীয় দফা নির্বাচন শেষে ফের একবার জানিয়ে দিলেন কতগুলি আসন পাবেন তারা।

নির্বাচনী প্রচারে বঙ্গ সফরে বুধবার অমিত শাহ রোড শো করেন সিঙ্গুর, ডোমজুড় আর বালিতে। আর এই প্রচারের মাঝে মধ্যাহ্নভোজনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে পুনরায় দাবি করেন, দু’শোর বেশি আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গ সরকার গড়বে।

প্রথম তিন দফা নির্বাচনে কত আসন পাবে তারা এই প্রশ্নের উত্তরে অমিত শাহ জানান, “প্রথম তিন দফায় ৯১টি আসনের মধ্যে ৬৮ থেকে ৭০টি আসন পাবে বিজেপি। বাকি আসন ভাগ হবে কংগ্রেস, তৃণমূল আর কম্যুউনিস্টদের মধ্যে। এভাবেই পরের দফাগুলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০-র বেশি আসনে জয় লাভ করবে বিজেপি।”

এর পাশাপাশি তিনি দাবি করেন, ডোমজুড় এলাকার একটি গ্রাম তিনি ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। আর সেখানে মানুষের উৎসাহ দেখে নিশ্চিত ডোমজুড় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন। তৃণমূল নেতাদের আচরণ, কথাবার্তা এবং হতাশা বলে দিচ্ছে ২রা মের পর বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়ছে।

[aaroporuntag]
অন্যদিকে এদিন রোড শো থেকে অমিত শাহ সিঙ্গুর প্রসঙ্গে সরব হন। তার কথায়, ১০ বছর তৃণমূল সরকারের থাকলেও সিঙ্গুরের কোনো উন্নয়ন হয়নি।