বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই রাজনৈতিক পারদ চড়ছে বীরভূমে। সোমবার রাতে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইলামবাজারে। বিজেপি কর্মীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তৃণমূলের দাবি এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বাড়িতে আগুন লাগার এই ঘটনাটি ঘটেছে ইলামবাজারের ধল্লা গ্রামে। ওই গ্রামের গণেশ কোঁড়া নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। ওই ব্যক্তিকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। গণেশ কোঁড়া এবং তার বাড়ির লোকজন গতকাল আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। আর সেখান থেকে ফিরে এসে দেখেন পুরো বাড়ি সহ জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

ইলামবাজার বি মণ্ডলের বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেছেন, “ধল্লায় গতকাল তৃণমূলের একটি মিটিং হয়। সেখানে ‘খেলা হবে’-র প্রসঙ্গত তুলে উস্কানিমূলক বক্তব্য পেশ করা হয়। তারপরেই আমাদের বিজেপি কর্মী গণেশ কোঁড়ার বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে।”

[aaroporuntag]
তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়, “একটা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে শুনেছি। এটাও শুনেছি যে ওই বাড়িতে কেউ থাকতো না। আর ওখানে হুকিং করে ইলেকট্রিক ব্যবহার করা হতো। সেখান থেকেই হয়তো আগুন লাগতে পারে। ওই গ্রামের অধিকাংশ মানুষ তৃণমূল করে। সুতরাং কেন আমরা আবার আগুন লাগাতে যাবো? খবর না নিয়ে, পুরো বিষয় না জেনে বিজেপির তরফ থেকে এমন অভিযোগ করা হয়েছে।”