অমানবিক চাপ! রেহাই পেতে এবার বিক্ষোভ বিএলও-দের, দেখে নিন তাদের দাবি দাওয়া

রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে নানান ধরনের তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ভোটাধিকার ধরে রাখতে একদিকে যেমন অনেকেই নানা রকম প্রশ্ন তুলছেন, ঠিক সেই রকম আবার বিএলওরা নিজেদের কাজের চাপ নিয়েও বিভিন্ন সময় সরব হচ্ছেন। ঠিক সেই রকমই এবার তাদের শুধু সরব হওয়া নয়, পাশাপাশি বিক্ষোভ দেখাতে দেখা গেল দুবরাজপুর বিডিও অফিসে।

মূলত এআই ভেরিফিকেশনের পর অনেক ফর্ম বাতিল করা হয়েছে এবং সেই সকল ফরম নতুন করে পূরণ করার জন্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। তাদের অভিযোগ, বিষয়টি জানানো হয়েছে বুধবার রাতে অর্থাৎ এক প্রকার শেষ মুহূর্তে। স্বাভাবিকভাবেই এমন চাপ তারা সামাল দিতে পারছেন না এবং এটিকে অমানবিক চাপ বলে মনে করছেন।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর খেলা হবে! খেলা শুরু হবে ১৭ তারিখ, শেষ হবে…! মন্ত্রীর সঙ্গে ভাষণে চমক অনুব্রতর

বিক্ষোভ বিএলওদের দাবি, এআইয়ের থেকে তারা অনেক বেশি সঠিক তথ্য জমা করেছেন। তাছাড়া একগুচ্ছ ফর্ম বাতিল করে যখন তাদের ফিলাপ করতে বলা হচ্ছে তখন একপ্রকার সময় নেই। এমন পরিস্থিতিতে তারা তো আর মেশিন নন যে ঝট করে এইসব কাজ করে দিতে পারবেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা দুবরাজপুর ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করেন। তবে শুধু দুবরাজপুরে নয়, এআই সংক্রান্ত নির্দেশিকা আসার পর রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বিএলওদের।