প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী KK, রইলো শেষ অনুষ্ঠানের ভিডিও

নিজস্ব প্রতিবেদন : সঙ্গীত জগতে আরও এক নক্ষত্রের পতন। মাত্র ৫৪ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী KK (কৃষ্ণকুমার কুন্নথ)। তার এই আকস্মিক প্রয়াণে শোকোস্তব্ধ হয়ে পড়েছে সংগীত জগত। তার এই প্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছেন অনুরাগীরা।

মঙ্গলবার কলকাতা নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। অনুষ্ঠানের পর হোটেলে ফিরতেই তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। এর পরেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর।

জানা যাচ্ছে, নজরুল মঞ্চে তার যে অনুষ্ঠান ছিল সেখানে তিনি পারফর্ম করেন। তবে সেই অনুষ্ঠান চলাকালীন নাকি তিনি অসুস্থতা বোধ করছিলেন বলেও একটি সূত্রের দাবি। যদিও নিজের পারফর্ম থামান নি তিনি। এরপর হোটেলে গিয়ে অসুস্থতা বোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। মৃত এই সঙ্গীত শিল্পীর পরিবারের সদস্যরা বুধবার কলকাতায় আসবেন।

বিখ্যাত সঙ্গীত শিল্পী ১৯৬৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। বলিউডে নিজের সফর শুরু করার আগে আনুমানিক সাড়ে তিন হাজার বিজ্ঞাপনের জন্য জিঙ্গল গেয়েছিলেন তিনি। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি মার্কেটিংয়ের কাজও করেছিলেন। প্রথমদিকে বিজ্ঞাপন এবং টেলিভিশনে কাজ করার পর মন দেন অ্যালবামে।

কে কে’র প্রথম অ্যালবাম ‘পল’ দারুণভাবে জনপ্রিয়তা লাভ করে। এরপর বলিউডে তাঁর ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়, তড়প তড়প কে সহ কয়েক ডজন গান এখন যুবসমাজের মুখে মুখে। হিন্দি অথবা বলিউডে গান গাওয়া ছাড়াও তিনি তামিল, তেলুগু, মারাঠি, কন্নড় এবং বাংলা ভাষাতেও গান গেয়েছেন। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ এবং ‘পাসওয়ার্ড’ ছবিতে গান গেয়েছেন কেকে। এই সঙ্গীতশিল্পীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।