বোলপুরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স! তবে বাধা একজন

বোলপুরের চিত্রা মোড়ের কাছে থাকা প্রখ্যাত সিনেমা হল দীর্ঘদিন ধরে বন্ধ। তবে এই সিনেমা হল এবার এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেডের হাত ধরে দ্বিতল বিশিষ্ট অত্যাধুনিক মাল্টিপ্লেক্সে রূপান্তরিত হতে চলেছে। সংস্থার তরফ থেকে এই সিনেমা হলটি লিজে নেওয়া হয়েছে। শহরের বুকে এমন একটি মাল্টিপ্লেক্স তৈরি হলে অজস্র যুবক যুবতীরা নতুন করে কাজের সুযোগ পাবেন। যদিও এই মাল্টিপ্লেক্স তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন এক ব্যক্তি।

লিজ নেওয়া সংস্থা সিনেমা হলটি পুনরায় খোলার জন্য তাদের কাজ করতে এলে বারবার বাধা হয়ে দাঁড়ান দীপঙ্কর ভকত নামে এক ব্যক্তি। যিনি অবৈধভাবে ওই জায়গাটি দখল করেছেন বলে অভিযোগ। এমনকি আদালতের রায় কেউ তিনি অমান্য করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

আরও পড়ুন: এক মাসের আতঙ্ক শেষ করল কেন্দ্রীয় বাহিনী! বীরভূমে যা ঘটলো জানলে অবাক হবেন

মূলত ওই সিনেমা হলটি পুনরায় খোলার জন্য এলে দীপঙ্কর ভগতের সঙ্গে সংস্থার কর্তাদের বচসা বাধে। এমনকি কোম্পানির কর্মীদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। তবে কোম্পানির আধিকারিকরা পুলিশের নির্দেশ মেনে তাদের হাতে থাকা বৈধ চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন।

অন্যদিকে দীপঙ্কর ভকত নামে অভিযুক্ত ব্যক্তি অবশ্য এই সকল অভিযোগ কে অস্বীকার করে দাবি করেছেন তিনি অবৈধভাবে কিছু দখল করেননি। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।