ইচ্ছেটাই আসল! বোলপুরের দুধ বিক্রেতার ছেলে হরিয়ানা যাচ্ছে ক্রিকেট খেলতে

পারিবারিক অসচ্ছলতা থাকলেও ইচ্ছে, জেদ আর কঠোর পরিশ্রম যেকোনো মানুষকেই তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, এই বিষয়টি ফের একবার প্রমাণ করলো বীরভূমের বোলপুরের একাদশ শ্রেণীর ছাত্র দেব ঝাঁ। বোলপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র দেব এবার হরিয়ানায় যাচ্ছে ক্রিকেট খেলতে।

১২ বছর বয়স থেকে ক্রিকেটে হাতে খড়ি হওয়ার পর নিজের পারফরম্যান্স দেখিয়ে জেলা, জেলা থেকে রাজ্য আর এবার রাজ্য থেকে জাতীয় স্তরে সে নিজের পারফরমেন্স দেখানোর সুযোগ পেয়েছে। বোলপুর ইয়ং টাউন ক্লাব থেকে প্রশিক্ষণ নেওয়ার পর সে এখন কলকাতাতেও টুকটাক প্র্যাকটিস করছে। আর এসবের মধ্যেই দেব সুযোগ পেয়েছে হরিয়ানায় খেলার।

আরও পড়ুনঃ অফিস ফাঁকা! সুযোগ বুঝে ল্যাপটপ হাতাল যুবক, ধরা পড়ল কয়েক ঘন্টাতেই! দেখুন সিসিটিভি ফুটেজ

এবার হরিয়ানায় আয়োজিত হবে ন্যাশনাল স্কুল গেমস। যেখানে রাজ্যের ক্রিকেট দলের একজন সদস্য হিসাবে খেলার সুযোগ পেয়েছে দেব। আগামী ৪ ডিসেম্বর খেলা, আর তার আগে সে সেখানে নিজের বেস্ট পারফরমেন্স দেখানোর জন্য সমস্ত রকম কসরত করছে।

দেবের বাবা ভরত ঝাঁ একজন দুধ ব্যবসায়ী। তার গরু রয়েছে এবং সেই গরুর দুধ তিনি বাড়ি বাড়ি বিক্রি করেন। বোলপুরের বাসিন্দা এমন একটি পরিবারের ছেলে আজ জাতীয় স্তরে খেলতে যাচ্ছে তা জেলার মানুষদের কাছে যতটাই অনুপ্রেরণা ততটাই গর্বের।