Bolpur: নেশা মুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যু যুবকের, মারাত্মক অভিযোগ পরিবারের

Bolpur: নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, মৃত যুবকের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান শান্তিনিকেতন থানায়। বোলপুরের বল্লভপুরের একটি নিসা মুক্তি কেন্দ্রের এমন ঘটনাটি ঘটে রবিবার। আর তারপরই সেই বিক্ষোভ এসে পৌঁছায় শান্তিনিকেতন থানায়।

জানা যাচ্ছে বোলপুরের (Bolpur) সমাধান নামে একটি নেশমুক্তি কেন্দ্রে ভর্তি ছিলেন জামবুনির বাসিন্দা মনু হাজরা। দিন কয়েক আগেই তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। এরই মধ্যে রবিবার দুপুর তিনটে নাগাদ মুক্তি কেন্দ্রের টয়লেটে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পরিবারের অভিযোগ দুপুরবেলায় এমন ঘটনা ঘটলেও তাদের জানানো হয়নি এবং তড়িঘড়ি পুলিশ ডেকে মৃতদেহ উদ্ধার করে সিয়ান হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: গুজরাটে কাজে গিয়েছিল বীরভূমের যুবক, শেষে হল করুন পরিনতি

পরিবারকে না জানিয়েই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে, ৫০ হাজার টাকা নিয়ে এমন কাজ করেছে পুলিশ