Bowbazar Metro Station: মেট্রো হল এমন একটি পরিবহণ ব্যবস্থা যা অত্যন্ত কম সময়েই যাত্র যাত্রীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। রোজ হাজার হাজার যাত্রী মেট্রোতে ওঠা নামা করে। যাত্রী সুবিধার্থে প্রতিমুহুর্ত মেট্রোরেল কর্তৃপক্ষ এর তরফে নানান জায়গায় মেট্রো লাইন সম্প্রসারণের কাজ চলছে।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিগন্যালিং এর সমস্যার কারণে শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ফলে যাত্রী দুর্ভোগও থাকবে চরমে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহকে জুড়তে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের সিগন্যাল ব্যবস্থার পরিবর্তন অত্যন্ত জরুরি। তার জন্যই গ্রিন লাইন মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।
তবে এরই মাঝে এবার যাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। জানা যাচ্ছে, অতি প্রতীক্ষিত বউবাজার মেট্রোর কাজ শেষ। কিন্তু লাইনের যাবতীয় নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা সবকিছু খুঁটিয়ে পরীক্ষার জন্যই এবার ৬০ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।
২০১৯ থেকে ২০২৩– এই সালের মধ্যে এই লাইনের যে অংশটি বউবাজারের নীচ দিয়ে গিয়েছে সেই অংশের দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া লেন এবং গৌর দে লেনের ভূগর্ভে পূর্বমুখী টানেলে চারবার ধস নেমেছিল। এই অংশ দিয়ে ট্রেন চালানো যাবে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত টানেল তৈরি করে বউবাজার এলাকার মেট্রো লাইন তৈরি করা হয়। পরীক্ষামূলক পরীক্ষাও হয়েছে।তাই আশা করা পয়লা বৈশাখের আগেই উদ্বোধন করা হবে বউ বাজার মেট্রো স্টেশনের।