Bowling of Dhoni: ধোনি বোলার, উইকেট কিপার কোহলি! এই ম্যাচ অনেকের কাছেই অদেখা

Bowling of Dhoni will surely surprise you: বিরাটকে ব্যাটিং করতে দেখার স্বপ্ন এবং ইচ্ছা সবার মনের মধ্যেই থাকে। এতে নতুন কিছু নেই। ঠিক একইভাবে ভারতীয় দর্শক আশা করে থাকে মহেন্দ্র সিং ধোনি কিপিং করবেন। এই দুই জনপ্রিয় ক্রিকেটারকে এই দুটি ফর্মে দেখার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকে বহুদিন। কিন্তু যদি ব্যতিক্রম কিছু ঘটে তখন কি হবে? ক্রিকেটের ইতিহাসে সেই ঘটনা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। পরবর্তীকালে স্মৃতির পাতা উল্টে সেই সব দৃশ্য যখনই মনে পড়বে তখনই যেন রোমাঞ্চ ছড়িয়ে পড়বে সারা শরীরে। বিরাট কোহলিকে বোলিং করতে দেখলে ভারতীয় জনগণ খুবই উচ্ছসিত হয়। আবার যখন জসপ্রীত বুমরা টেস্টে স্টুয়ার্ট ব্রডের মতো পেসারকে একের পর এক বাউন্ডারি মারেন, দর্শক বেশ মজা নিয়ে সেই সব দৃশ্য উপভোগ করে। কিন্তু বলুন তো আপনার মনে পড়ে কি মহেন্দ্র সিং ধোনি বোলিং করছেন (Bowling of Dhoni)? আর উইকেটের পিছনে বিরাট কোহলি!

এবছরের বিশ্বকাপ কিছুদিন আগেই শেষ হয়েছে। খেলা চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে চোট পান হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি তার সেই ওভার কমপ্লিট করেছিলেন। তিনি হলেন বিশ্বের অন্যতম দুর্দান্ত ব্যাটসম্যান, তাকে বোলিংয়ে দেখতে গ্যালারির সমস্ত দর্শক ছিল খুবই উচ্ছ্বসিত। বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলোতেও দর্শক দাবি করেছিল কোহলিকে বোলিং দেওয়ার জন্য। টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ও সেটা নিয়ে কথা বলেছিলেন ইডেনে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে। একাদশে ষষ্ঠ বোলারের বিকল্প প্রশ্নে বিরাটকে নিয়ে মজা করে বলেন, ‘আমাদের রং ফুটেড ভয়ঙ্কর ইনসুইং বোলার আছে তো!’ শুধু বিরাট নয় আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো মাহির বল (Bowling of Dhoni) করার কথা।

লিগ পর্বে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ওয়ার্ম আপ করতেও দেখা গিয়েছিল বিরাটকে। কিন্তু দুঃখজনকভাবে শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ায় বিরাটকে বোলিং করার সুযোগ আর দেওয়া হয়নি। লিগের শেষ ম্যাচে ভক্তবৃন্দের এই প্রত্যাশা কে পূরণ করা হয়েছিল। বিরাট কোহলিকে বোলিং করানো হয় বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দ্বিতীয় ওভারে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেটও নেন বিরাট। বোর্ডে ৪০০ প্লাস রান থাকায় সূর্যকুমার যাদব, শুভমন গিলরাও বোলিং করেন। এমনকি বোলিং করেন ক্যাপ্টেন স্বয়ং রোহিত শর্মাও। তাঁর নেওয়া উইকেটের জন্যই নেদারল্যান্ডস ইনিংস শেষ হয়। এইটা তো গেল এবারের বিশ্বকাপের ঘটনা কিন্তু অতীতের পাতা উল্টালে আমরা দেখতে পাব মহেন্দ্র সিং ধোনিকে বোলিং (Bowling of Dhoni) করতে।

সালটা ছিল ২০১৪, তখন টেস্ট সিরিজ চলছিল নিউজিল্যান্ডের মাটিতে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টটি ছিল। সেই ম্যাচেই এমন কিছু ঘটেছিল যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বোলিং করতে অনেকবারই দেখা গেছে। একইভাবে বহুবার দেখা গেছে বিরাট কোহলিকেও। শুধু বোলার হিসেবে নয় উইকেট কিপার হিসেবেও তাকে দেখা গেছে বহুবার। কিন্তু ধোনি বোলিং করছেন (Bowling of Dhoni) আর উইকেটের পিছনে বিরাট কোহলি, এরকম দৃশ্য বেশি একটা দেখা যায় না ক্রিকেটের ইতিহাসে। ওয়েলিংটনে সেটাই হয়েছিল। আর হয়তো কোনদিন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।

ওয়েলিংটনের সেই ম্যাচে বিরাট কোহলিও কিন্তু বোলিং করেছিলেন। টি-ব্রেকের পরের দৃশ্য সত্যি মনে রাখার মত। ক্রিজে ছিলেন নিউজিল্যান্ডের তৎকালীন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম ও কিপার ব্র্যাডলি ওয়াটলিং। এই জুটির রান হয়েছিল ৩৫০ প্লাস। আর বোলিংয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সেই ম্যাচেই শেষ বারের মত বোলিং করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।