বুলেটের গতিতে পাহাড় থেকে আছড়ে পড়লো বড় বড় পাথর, ভাঙলো ব্রিজ

নিজস্ব প্রতিবেদন : কারোর কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বুলেটের গতিতে পাহাড় থেকে আছড়ে পড়লো একের পর এক বড় বড় পাথর। যে পাথরের আঘাতে এলাকার একটি ব্রিজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পাশাপাশি এই ঘটনায় ৯ পর্যটকের মৃত্যু হয়েছে এবং দুজন পর্যটক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সাংলা ভ্যালিতে।

ভূমিধসের কারণে এমন ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। রবিবার দুপুর বেলা হঠাৎ হিমাচল প্রদেশের কিন্নর জেলার সাংলা উপত্যকায় এই ভূমিধস লক্ষ্য করা যায়। ঘটনার সাথে সাথেই পাহাড় থেকে বুলেটের গতিতে নামতে শুরু করে একের পর এক বোল্ডার। সেই সকল বোল্ডার পাহাড়ের পাদদেশে থাকা গাড়ি, বাড়ি এবং দুটি পাহাড়ের সংযোগ তৈরি করা একটি ব্রিজ ভেঙে চুরমার করে দেয়।

এই ঘটনার সময় ওই রাস্তা দিয়েই একটি পর্যটকদের গাড়ি যাচ্ছিল। যে গাড়িটির উপর ওই পাহাড় থেকে ধেয়ে আসা বোল্ডার পরে। ওই গাড়িটিতে দিল্লির ১১ জন পর্যটক ছিলেন। যাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের এবং বাকি দু’জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

মর্মান্তিক এই ঘটনার সময় কোন এক ব্যক্তি বা পর্যটক এই ঘটনাটি ক্যামেরাবন্দী করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকা পাহাড়ের গা বেয়ে এমন বড় বড় বোল্ডার আসতে শুরু করে। ধুলো বালি পাথরের ভরে যায় গোটা এলাকা। এরই মাঝে একটি বড় বোল্ডার ওই পাহাড়ের গায়ে থাকা নদীর উপর ব্রিজে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ব্রিজ দুটুকরো হয়ে নদীতে পড়ে যায়।