BSNL আনলো Unlimited Call ও ইন্টারনেট সহ ৯০ দিনের নতুন রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই দেশের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL তাদের একাধিক রিচার্জ প্ল্যানের পরিবর্তন ঘটিয়েছে। পুরাতন রিচার্জ প্ল্যানগুলিকে নতুনভাবে সাজিয়ে গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি নতুন রিচার্জ প্ল্যানও আনা হয়েছে। আর এরকমই একটি নতুন রিচার্জ প্ল্যান হল ৪৯৯ টাকার।

BSNL-এর তরফ থেকে নতুন এই রিচার্জ প্ল্যান ঘোষণার পাশাপাশি তারা অতিরিক্ত ডেটার জন্য ৫৬ টাকা, ১৫১ টাকা এবং ২৫১ টাকার তিনটি ডেটা রিচার্জ প্ল্যানও এনেছে। আর এই সকল রিচার্জ প্ল্যানে গ্রাহকদের সুবিধা বাড়বে বলে দাবি করেছে BSNL।

৪৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন ৯০ দিনের ভ্যালিডিটি। সাথে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০ টি করে SMS। এছাড়াও রয়েছে বিনামূল্যে BSNL Tunes এবং Zing।

৫৬ টাকা : অতিরিক্ত ডেটার জন্য এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন ১০ জিবি ডেটা। যার ভ্যালিডিটি দশ দিন।

১৫১ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের ৪০ জিবি ডেটা দেওয়া হচ্ছে ২৮ দিনের জন্য।

২৫১ টাকা : অতিরিক্ত ডেটার এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা ৭০ জিবি ডেটা পাবেন ২৮ দিনের জন্য।