BSNL-এর Diwali অফার, ২ দিন যেকোনো নেটওয়ার্কে Unlimited কথা বলুন একদম Free-তে

নিজস্ব প্রতিবেদন : টেলিকম বাজারে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার সাথে জোর টক্করে নেমে পড়ল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। গত একমাস ধরে একের পর এক চমকদার অফার দিতে শুরু করেছে রাষ্ট্রায়াত্ত এই সংস্থা। আর সেই চমককে আরও একটু বাড়িয়ে দিওয়ালিতে বড় অফার দিলো গ্রাহকদের জন্য।

বিএসএনএলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিওয়ালি উপলক্ষে আগামী ২৭ ও ২৮ শে অক্টোবর অর্থাৎ রবিবার ও সোমবার বিএসএনএলের সমস্ত মোবাইল, ল্যান্ডফোন গ্রাহকরা কোন রিচার্জ ছাড়াই বিনামূল্যে দেশের সমস্ত জায়গায় কল করতে পারবেন।

ইতিমধ্যেই বিএসএনএলের তরফ থেকে ২০২০ সালের মধ্যে দেশের সমস্ত গ্রামের ভারত ফাইবার পরিষেবা পৌঁছানোয় তৎপরতা শুরু করে দিয়েছে। জিওর সঙ্গে প্রতিযোগিতা শুরু করতে এবছর ভারত ফাইবার নিয়ে আসে জানুয়ারি মাসে। যাতে বলা হয়েছে খরচ পড়বে প্রতি গিগাবাইটে এক টাকা এক পয়সা।

এছাড়াও বিএসএনএল গত সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি সার্কেলের জন্য বেশ কয়েকটি নতুন সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। যেমন ৪২৯, ৪৮৫ ও ৬৬৬ টাকা। যেগুলিতে রয়েছে আনলিমিটেড কলের সাথে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা। এছাড়াও তাদের তরফ থেকে জানানো হয়েছে খুব শিগগিরই তারা বাজারে নিয়ে আসছে ৪জি পরিষেবা।