রাস্তা থেকে মাঠে পাল্টি বাসের, আহত ২০, মৃত ১

ভয়াবহ বাস দুর্ঘটনা বীরভূমে। রাস্তা থেকে সোজা মাঠে নেমে পাল্টি খেলো যাত্রী বোঝাই বাস। কেন ঘটল এমন ঘটনা! কোথায় ঘটলো এমন ভয়ংকর দুর্ঘটনা?

বুধবার সাত সকালেই ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পাতরা গ্রামে। গামারকুন্ডু থেকে সিউড়ি আসার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পালটি মারে। বাসটি রাস্তা থেকে পালটি খেয়ে মাঠের মধ্যে পড়ে যায়। ভয়াবহ এই বাস দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন এবং একজন যাত্রী প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: হাওড়া স্টেশনের পুরানো ও নতুন কমপ্লেক্সের রূপ বদলাতে বসছে ছাউনি! রোদ-জল আর গায়ে লাগবে না মেট্রো যাত্রীদেরও

সাত সকালে এমন ভয়ংকর দুর্ঘটনার ফলে যাত্রীদের চোখে মুখে আতঙ্ক। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের পরিবারের সদস্যরাও আতঙ্কগ্রস্থ।

এদিন সকালে এমন দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। তাদের তড়িঘড়ি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে এই দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন তিনি সিউড়ি থানার অন্তর্গত নবগ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী গদাধর ভান্ডারী।

এমন দুর্ঘটনার কারণ হিসাবে বাসের যাত্রীরা যা দাবি করছেন তাতে, বাসের চালক নেশাগ্রস্ত ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকে উল্টে যায়।