সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক সহ শিক্ষাকর্মীর। যার জেরে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদের আগুন জ্বলছে রাজ্যজুড়ে। আর এই আবহেই শিক্ষামিত্রদের ভাগ্যের চাকা ঘুরে গেল। তাদের জন্য এক বিরাট সুখবর সামনে এসেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত শিক্ষা মিত্রদের বকেয়া বেতন মিটিয়ে দিয়ে তাদের কাজে ফেরানো হোক।
গত শুক্রবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে এই মর্মে যে ৬০ বছর বয়স পর্যন্ত শিক্ষা মিত্রদের কাজের সম্পূর্ণ অধিকার আছে। এই নির্দেশ দানের পর থেকেই শিক্ষা মিত্রদের মনে খুশির আমেজ বিরাজ করছে।বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এর তরফে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর দেওয়া নির্দেশ বহাল রাখা হল।
আরও পড়ুন: Mary Kom: বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা মেরি কম ও ওঙ্খোলের! কার নজর লাগলো তাদের সুখের সংসারে?
স্বাভাবিকভাবেই ডিভিশন বেঞ্চের এই রায় দানের পর শিক্ষামিত্রদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার ক্ষেত্রে আর কোনও জটিলতা থাকল না। তারা নির্দ্বিধায় কাজ করতে পারবেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ এপ্রিল এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ এর তরফে ঐতিহাসিক রায়দান করা হয়েছিল। যা এবার ডিভিশন বেঞ্চেও বহাল থাকল। উল্লেখ্য, ২০০৪ সালে সর্বশিক্ষা অভিযানের অধীনে শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া করা হয় পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া, স্কুলছুট ছাত্রছাত্রীদের পড়ানোর কথা মাথায় রেখে। কাজের প্রথম দিকে শিক্ষামিত্রদের ২৪০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হত।
আদালত সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে শিক্ষামিত্রদের মাসিক ভাতা বন্ধ করে দেওয়া হয় ২০১৪ সালের এপ্রিল মাস। উপরন্তু ৬০ বছরের আগেই চাকরি থেকে অবসর নিতে হবে এই কথাও ঘোষণা করা হয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয় এই বিষয়টি নিয়ে। সিঙ্গেল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় শিক্ষা মিত্রদের বকেয়া বেতন মিটিয়ে সকলকে পুনরায় কাজে ফিরিয়ে নেওয়ার। সেই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়। আর তাতেই সিঙ্গল বেঞ্চের রায় স্পষ্ট হয়ে গেল। সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল ডিভিশন বেঞ্চেও। ২০১৩ সাল থেকে রাজ্য সরকার শিক্ষা মিত্রদের পদ পরিবর্তন করে তাদের স্বেচ্ছাসেবক করে দেন।
অপরদিকে, কী কারণে শিক্ষা মিত্রদের ৬০ বছর বয়সের আগে অবসর নিতে হবে এই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছিল। তাতেই রায় দান করলো ডিভিশন বেঞ্চ। আর কোনও বাঁধা ছাড়াই শিক্ষা মিত্ররা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে। রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। আর সেই মামলাতেই সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল। কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, বকেয়া বেতন মিটিয়ে শিক্ষা মিত্রদের শীঘ্রই কাজে ফেরাতে হবে।