Cat Snake: সুন্দর দেখতে, ক্ষীণবিষ একটি সাপ উদ্ধার বীরভূমে। সাপটির নাম কাঁড় সাপ । ইংরেজিতে বলা হয় ক্যাট স্নেক। সাপটির চোখের জন্যই এমন নাম। বিড়ালের মত চোখ আর বিড়ালের চোখ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। আর সেই কারণেই এই সাপটির এমন নাম বলে জানালেন সর্প প্রেমী অমিত শর্মা।
ভয়ংকর সুন্দর এই সাপটি বীরভূমের দুবরাজপুর এলাকায় তিনি প্রথম উদ্ধার করলেন বলেই দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, বীরভূমের মতো এলাকায় এই ধরনের সাপ দেখা যায় না বললেই চলে। তবে এই সাপ রয়েছে বীরভূমের পড়শী রাজ্য ঝাড়খন্ডে। এমন সাপ সাধারণত গাছে থাকে এবং রাত্রিবেলায় বেশ সক্রিয় হয়।
আরও পড়ুন: বাবার মাথায় জল ঢালতে গিয়ে পুলিশের মার! পাল্টা পথ অবরোধ পুণ্যার্থীদের, আটকে গেল অনুব্রতর কনভয়
ক্যাট স্নেকটি (Cat Snake) রবিবার বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত লোকপুর থানার ভাড্ডি গ্রাম থেকে উদ্ধার করা হয়। সেখানে একটি মুরগির খামারে সাপটির দেখা মেলার পর সুজিত পাতর নামে এক যুবক অমিত শর্মাকে ফোন করেন এবং তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে সোমবার বনদপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়।