পুজোয় কি করবেন, কি করবেন না, নয়া নির্দেশিকা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রথম ঢেউ দেশ ঠিকঠাক ভাবে পার করে দিলেও দ্বিতীয় ঢেউ নাজেহাল অবস্থা করে দিয়েছে। দ্বিতীয় ঢেউয়ে বয়ে গেছে মৃত্যুর মিছিল, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কয়েক লক্ষ। সেই দ্বিতীয় ঢেউ থেকে দেশ আস্তে আস্তে বের হলেও এখনও আশঙ্কা কাটেনি। এখনো দৈনিক সংক্রমণের সংখ্যা দিনের ভিত্তিতে কখনো ৩০ হাজার, কখনো ৪০ হাজার পার হতে লক্ষ্য করা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গেই রয়েছে তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি।

এমনটাই স্বাভাবিক ভাবেই সংক্রমণের রেশ থেকে যাওয়া, আসন্ন তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি এসবের মাঝে সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। তারপর আবার অক্টোবর মাস উৎসবের মাস। যদিও এই উৎসবের মাসেও কোনরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। উৎসবের আনন্দ যেন বিপদের কারণ হয়ে না ওঠে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অক্টোবর মাসের জন্য জারি করল নয়া নির্দেশিকা। এই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুজোয় কি করবেন, কি করবেন না।

১) কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা জায়গায় কোনভাবেই জমায়েত করা যাবে না। যে সকল জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের বেশি সেই সকল জেলায় জমায়েত করা যাবে না।

২) যে সকল জেলায় সংক্রমণের হার ৫% অথবা তার কম সেই সকল জেলায় জমায়েত করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে।

৩) সাপ্তাহিক হিসাবে যদি সংক্রমণের হার কিছুটা কমে থাকে তাহলে সীমাবদ্ধতা বাড়ানো যেতে পারে।

সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনো পর্যন্ত দেশের ৩৩টি জেলা রয়েছে যে সকল জেলায় সাপ্তাহিক হিসেব অনুযায়ী সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। অন্যদিকে এমন ২৩টি জেলা রয়েছে যেখানে সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশ।

প্রসঙ্গত, আগামী অক্টোবর মাসে কেবলমাত্র বাঙ্গালীদের দুর্গোৎসব রয়েছে এমনটা নয়। এই মাসে দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। নবরাত্রি, দশেরা, দিওয়ালির মতো উৎসব। আর এই সকল উৎসবে দেশের মানুষদের উৎসবের মেজাজে আনন্দে আত্মহারা হতে লক্ষ্য করা যায়।