পরীক্ষা ছাড়া সহজেই Driving License, নতুন পথে হাঁটছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : গাড়ি চালানোর ক্ষেত্রে Driving License অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই নথি না থাকলেই চালককে জরিমানার সম্মুখীন হতে হয়। আবার অন্যদিকে Driving License পেতেও চালককে একাধিকবার দ্বারস্থ হতে হয় আরটিও অফিসের। অনলাইনে আবেদন পদ্ধতি আনার পর সমস্যা কিছুটা দূর হলেও এখনো তা বজায় রয়েছে। যে কারণে আরও এক ধাপ এগিয়ে কেন্দ্র সরকার নতুন পথে হাঁটার পরিকল্পনা করছে।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের নিয়ম অনুযায়ী বর্তমানে অনলাইন হোক অথবা অফলাইনে Driving License-এর জন্য আবেদন করলেও আবেদনকারীকে পরীক্ষা দেওয়ার জন্য আসতে হয় আরটিও অফিসে। আর সেখানে পরীক্ষায় সফল হওয়ার পরেই চালকরা পান লাইসেন্স। বহু ক্ষেত্রে পরীক্ষায় সফল হওয়ার কারণে এই লাইসেন্স মঞ্জুর করা হয় না এবং ভুরি ভুরি আবেদন বাতিল হয়। এই জায়গাতেই রাশ টানতে চাইছে কেন্দ্র।

কেন্দ্র নতুন করে যে সিদ্ধান্ত নিতে চলেছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে চালককে আর আরটিও অফিসে এসে পরীক্ষা দিতে হবে না Driving License পাওয়ার জন্য। অর্থাৎ নতুন এই নিয়ম চালু হলে পরীক্ষা ছাড়াই চালকরা পাবেন Driving License। তবে এমনটা জারি হলে অপ্ৰশিক্ষিতদের হাতে Driving License তুলে দেওয়া হবে এমনটা নয়। বরং কেন্দ্রের লক্ষ্য রয়েছে আরও বেশি প্রশিক্ষিতদের হাতে Driving License তুলে দেওয়ার।

যে কারণে এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্র আগামী দিনে ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারগুলিকে স্বীকৃতি দেবে। আর যারা এই কেন্দ্র সরকার স্বীকৃত প্রশিক্ষণ সেন্টারগুলিতে প্রশিক্ষণ নেবেন তারা পরীক্ষা ছাড়াই Driving License পেতে পারেন। এই মর্মে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের পরামর্শ চেয়েছে।

নতুন এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের যে লক্ষ্য রয়েছে তা হলো ২০২৫ সালের মধ্যে দেশে পথ দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, পথদুর্ঘটনায় কমানো একদিনের কাজ নয়। এটি লম্বা একটি লক্ষ্য। পথ দুর্ঘটনা কমানোর জন্য সমস্ত পক্ষকেই সচেতন হতে হবে। তবে এটা অসম্ভবও নয়। উদাহরণস্বরূপ তিনি সুইডেনের প্রসঙ্গ তুলেছেন।