এবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, তবে সব জেলাই নয়! আপনার জেলায় কারা করাবেন ভোট

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে পঞ্চায়েত ভোট। কবে হবে ভোট এই নিয়ে প্রথম থেকেই ছিল কৌতূহল। অবশেষে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের (Panchayat election 2023) দিন হিসাবে ৮ জুলাই বেছে নেয়। তবে পঞ্চায়েত ভোটের দিন বেছে নেওয়ার পর মনোনয়নপত্র জমা দেওয়ার পর্বে ২০১৮ সালের মতোই বিভিন্ন জায়গা উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। এই ঘটনা গণতান্ত্রিক রাজ্যে সবচেয়ে বড় লজ্জার বলে দাবি করছেন বিরোধীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলাকালীনই ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে এক রাজনৈতিক কর্মীর। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় শাসকবিরোধী লড়াইয়ে আহত অজস্র নেতাকর্মী। এই পরিস্থিতিতে আদালতে মামলা রুজু হয় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবিলম্বে শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট প্রক্রিয়া শেষ করার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার নির্দেশ দেন।

তবে এই নির্দেশের পর বিভ্রান্তি তৈরি হয়। কেননা স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর জেলার তালিকা আদালতে জমা করেনি। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায় আদালতে জানিয়েছেন, স্পর্শকাতর জেলার সংখ্যা ৭। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী নামলেও সব জেলার জন্য নামছে না।

কমিশন সূত্রে স্পর্শকাতর জেলা হিসাবে যে সকল জেলা চিহ্নিত করা হয়েছে বলে জানা যাচ্ছে, সেগুলি হল পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি এবং জলপাইগুড়ি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিশন কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে৷ আর সেই অনুযায়ী বাহিনী পাঠাবে কেন্দ্রীয় সরকার৷ সুতরাং সেই অনুযায়ী এই সকল জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে আর বাকি জেলাগুলি ভোট হবে রাজ্য পুলিশের হাত ধরেই।

এবার রাজ্যে ২২ জেলায় একসঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে। যার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় দ্বিস্তরীয়, আর অন্যান্য ২০ টি জেলায় ত্রিস্তরীয় নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলায় চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শাসক দলের তুলনায় এখনো পর্যন্ত বিরোধীরা অনেকটাই এগিয়ে রয়েছে।