OTT Platforms: কেন্দ্র কড়া বার্তা দিল ওটিটি প্ল্যাটফর্মগুলিকে, নৈতিক বিধি অনুসরণের নির্দেশ

OTT Platforms: বর্তমান যুগ হল আধুনিক যুগ, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজেকেও করতে হবে আধুনিক। সোশ্যাল মিডিয়া হল এই আধুনিক যুগের সবথেকে বড় মাধ্যম। সোশ্যাল মিডিয়ার পর্দায় সারা দিনের ঘটে যাওয়া ঘটনা এক নিমেষে দেখা যায়। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন খবর ঘরে বসেই নিমেষে উপভোগ করা যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে। সম্প্রতি একটি খবর রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে গোটা সোশ্যাল মিডিয়াতে। চলুন একঝলক দেখে নিন এই প্রতিবেদনে।

রণবীর এলাহাবাদিয়া সোশ্যাল মিডিয়ার একটি পরিচিত মুখ। তার পডকাস্ট শোতে নামিদামি তারকারা উপস্থিত থাকেন। কিন্তু হঠাৎ এমন কি করলেন তিনি যাতে কমে গেল তার সাবস্ক্রাইবার সংখ্যা? ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর এক পর্বে পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার কুরুচিকর মন্তব্য বর্তমানে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোকে (OTT Platforms) তথ্য প্রযুক্তি আইন, ২০২১-এ নির্ধারিত নৈতিক বিধি অনুসরণ করতে এবং স্ব-নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক এইদিন বিষয়টি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়া যাতে কোনোভাবেই শিশুদের কাছে অনুপযুক্ত হয়ে না উঠে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। নৈতিক বিধি অনুসরণ ও স্ব-নিয়ন্ত্রণের পাশাপাশি, শিশুরা যাতে তাদের দেখার অনুপযুক্ত কনটেন্ট না দেখতে পায়, তার জন্য ‘A’ রেটেড কনটেন্টগুলির অ্যাক্সেস নিয়ন্ত্রণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবারো বড় পর্দায় ‘কাকাবাবু’, সঙ্গী ‘ভুটু ভাইজান’, ‘সন্তু’র চরিত্রে কে?

যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট জানানো হয়েছে, মন্ত্রক অভিযোগ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার কিছু কনটেন্ট প্রকাশক অশ্লীল, পর্নোগ্রাফিক এবং কুরুচিকর কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে। যেসব সামগ্রী প্রচার করা আইনত নিষিদ্ধ এবং বিষয়বস্তুর বয়স-ভিত্তিক শ্রেণিবদ্ধকরণ করা ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT Platforms) জন্য বাধ্যতামূলক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক আরো বলেছে যে, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে (OTT Platforms) এখন থেকে সমস্তরকম নৈতিক বিধি মেনে চলতে হবে। অবশ্যই এর তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে ওটিটি প্ল্যাটফর্মগুলির স্ব-নিয়ন্ত্রক সংস্থাগুলিকে। বিষয়টি বিবেচনা করলে দেখা যায় যে, এবার থেকে কোন কনটেন্ট প্রকাশ করার সময় ওটিটি প্ল্যাটফর্মগুলিকে প্রযোজ্য আইনের বিভিন্ন বিধান এবং আইটি আইন, ২০২১ এর অধীনে নির্ধারিত নৈতিক বিধি মেনে চলতে হবে। এছাড়াও অন্তর্ভুক্ত করতে হবে নৈতিক বিধির অধীনে নির্ধারিত বিষয়বস্তুর বয়স-ভিত্তিক শ্রেণিবদ্ধকরণের বিধিও।