Suri Municipality: শহর হোক অথবা গ্রাম, নিরাপত্তার জন্য এখন সবচেয়ে বড় যা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তা হলো সিসি ক্যামেরা। কেননা এই সিসি ক্যামেরাতেই ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনা সামনে আসে এবং পুলিশ সেই সকল ঘটনার তদন্ত করে অপরাধকারীদের বাগে আনতে সক্ষম হয়। সিউড়ি পৌরসভা এলাকায় এবার এই সিসিটিভি ক্যামেরা নিয়েই নতুন আপডেট দিতে দেখা গেল সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে।
পৌরসভা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, সিউড়ি পৌরসভা (Suri Municipality) এলাকায় বর্তমানে ৮৮ টি সিসি ক্যামেরা রয়েছে। যে সকল সিসি ক্যামেরা সচল থাকার পরিপ্রেক্ষিতে কোথাও কোনো রকম অপরাধমূলক কাজকর্ম ঘটলে সেই সকল ঘটনার ফুটেজ দেখে তৎপরতার সঙ্গে পুলিশ পদক্ষেপ নিচ্ছে। তবে এই ৮৮ টি সিসি ক্যামেরাতেই থেমে থাকছে না সিউড়ি। এমনটাই শোনা গেল উজ্জ্বল চ্যাটার্জির মুখ থেকে।
তার কথা অনুযায়ী, সাংসদ শতাব্দী রায়ের তহবিল থেকে এই সকল সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর এই সকল সিসি ক্যামেরা বাদে আরো যে সকল গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা দরকার সেই সকল বিষয় নিয়ে তিনি সাংসদকে আবেদন জানাবেন। আশা করা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সেই চাহিদা পূরণ করবেন সাংসদ।
