Suri Super Specialty Hospital: ঝাঁ চকচকে অত্যাধুনিক দশটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পর দিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার। বৃহস্পতিবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনার মূলে রয়েছে ২৯ বছর বয়সি এক যুবতীর মৃত্যু ঘটনা। যে যুবতীর মৃত্যু চিকিৎসায় গাফিলতির কারণেই হয়েছে বলে অভিযোগ তুলতে দেখা গেল রোগীর পরিবার থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য রোগীদেরও।
আরও পড়ুন: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পেল দশটি উন্নত মানের অ্যাম্বুলেন্স
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Specialty Hospital) চিকিৎসাধীন অবস্থায় যে যুবতীর মৃত্যু হয়েছে তিনি হলেন ঝুমা কোড়া। জানা গিয়েছে, দিন চারেক আগে ওই যুবতী দুবরাজপুরের একটি ইট ভাটায় কাজ করার সময় ইট পড়ে চোট পান। এরপর ব্যথা বাড়তে থাকার কারণে বুধবার দুপুরে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা হয়নি বলেই অভিযোগ এবং এরপর বৃহস্পতিবার সকালে তাকে একটি ইনজেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আত্মীয়রা এবং হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালের (Suri Super Specialty Hospital) চিকিৎসা পরিষেবার মান নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেন।