২০০০ কোটি টাকার কারচুপি! জালি সংস্থার এমডি আবার বোলপুরের বাসিন্দা

দুই হাজার কোটি টাকার কারচুপি। সাধারণ দুস্থ দরিদ্র মানুষদের থেকে এই টাকা নিয়ে কারচুপি করার অভিযোগ উঠেছে। কারচুপি করার অভিযোগ উঠেছে একটি অর্থ লগ্নী সংস্থার বিরুদ্ধে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমন হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষদের থেকে বিভিন্নভাবে বুঝিয়ে আদায় করার পর সেই টাকা শেয়ার মার্কেটে খাটানোর দাবি তুলে এমন প্রতারণার মত ঘটনা ঘটলো। আর যে সংস্থা এমনটা করেছে সেই সংস্থার এমডি আনারুল ইসলামের বাড়ি বীরভূমের বোলপুরের রবীন্দ্রবিথী বাইপাস অঞ্চলে।

যে সংস্থা এমন চিটফান্ড সংস্থা হিসাবে পরিগণিত হয়েছে তার নাম হলো এলএফএস বুকিং প্রাইভেট লিমিটেড। এই সংস্থার ডিরেক্টর জিয়াউর রহমান আগেই গ্রেপ্তার হয়েছেন এবং দীর্ঘদিন ধরে উড়িষ্যায় গ্রেপ্তার অবস্থাতেই রয়েছেন। তবে এমডি আনারুল ইসলাম, যিনি বোলপুরের বাসিন্দা তিনি মাস ছয়েক ধরে গা ঢাকা দিয়েছেন। বোলপুরের দু কোটি টাকার বেশি দামের বিলাসবহুল বাড়ি ছেড়ে এখন তিনি এবং তার পরিবারের সদস্যরা অন্য কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার ওই ব্যক্তির বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চার ঘন্টা ধরে বিভিন্ন নথিপত্র ঘেটে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন তারা। তবে তাদের হাতে কি এসেছে তা সম্পর্কে কিছু তারা জানাননি।

অন্যদিকে অভিযুক্ত আনারুল ইসলামের শ্যালককে দেখতে পেয়েই এদিন বিনিয়োগকারী এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে ঘিরে ধরেন। তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে চলে বাকবিতণ্ডা-ঠেলাঠেলি।