সুখবর, লাগামছাড়া দামের মাঝেই সস্তায় সব্জি দিচ্ছে সুফল বাংলা, দেখে নিন রেট চার্ট

নিজস্ব প্রতিবেদন : সবজির (Vegetables) দাম এখন আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগেই যেখানে সবজির দাম আম-জনতার হাতের নাগালে ছিল সেই জায়গায় এখন তা এমন জায়গায় এসে পৌঁছেছে যে সাধারণ মানুষদের সবজি কিনতে নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়াচ্ছে।

দিন কয়েক আগেই বাজারে যে সকল সবজির দাম ৩০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছিল সেই সকল সবজি এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কিলো দরে। এমন পরিস্থিতিতে আর্থিক দিক দিয়ে এগিয়ে থাকা মানুষদের হয়তো তেমন কোন অসুবিধা না হলেও চরম অসুবিধায় পড়েছেন সেই সকল মানুষগুলি যারা আর্থিক দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছেন। এই সকল নিম্নবিত্ত এবং সাধারণ শ্রেণীর মানুষদের জন্য এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার।

দুর্মূল্যের এই বাজারে সাধারণ মানুষদের স্বস্তি দিতে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে থাকা সুফল বাংলা স্টলগুলিতে বিভিন্ন ধরনের সবজি সস্তায় দেওয়ার জন্য বন্দোবস্ত শুরু করল। শনিবার থেকেই এই বন্দোবস্ত শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে সুফল বাংলা স্টলগুলিতে অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে বেগুন, পটল, ঢ্যাঁড়সের মতো সবজি।

তবে এমন পরিস্থিতি কেন তৈরি হল তা সম্পর্কে জানা গিয়েছে, এই বছর ভারতের মূল ভূখণ্ডে বর্ষার আগমন দেরিতে হওয়ার ফলে অনেক জায়গায় সবজির ফলন হয়নি। আবার বেশ কিছু জায়গা রয়েছে যে সকল জায়গায় অতি বৃষ্টির ফলে ফলন নষ্ট হয়ে গিয়েছে। সবজির এই মূল্য বৃদ্ধি নিয়ে শনিবার রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী টাস্ক ফোর্সের আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারেন। তবে আশা করা হচ্ছে সম্প্রতি এমন ঘটনা ঘটলেও খুব তাড়াতাড়ি এর থেকে রেহাই পাওয়া যাবে।

এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে সুফল বাংলা স্টলে খোলা বাজারের তুলনায় সবজি ২০ থেকে ২৫ শতাংশ কম দামে বিক্রি করা হচ্ছে। কত দামে বিক্রি করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক, টমেটো কেজি ৮৯ টাকা, খোলা বাজারে দাম ৯৯ টাকা কেজি। করলা প্রতি কেজি ৬৫ টাকা, খোলা বাজারে দাম ৭৮ টাকা কেজি। পটল প্রতি কেজি ২৩ টাকা, খোলা বাজারে দাম ২৮ টাকা কেজি। বেগুন প্রতি কেজি ৭০ টাকা, খোলা বাজারে দাম ৮০ টাকা কেজি। ঢ্যাঁড়স প্রতি কেজি ৪৫ টাকা, খোলা বাজারের দাম ৬০ টাকা কেজি।