নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রয়েছে। যেখানে শাসন ব্যবস্থায় রয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসক সহ অন্যান্যরা। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রত্যেকেরই ভূমিকা যথেষ্ট। তবে এসবের মধ্যেও কেউ কেউ আলাদাভাবে নজর কেড়ে নেন তাদের কাজ-কর্মের জন্য। আর তারাই হয়ে ওঠেন সেরার সেরা।
ঠিক সেই রকমই ভারতে যে সকল রাজ্য রয়েছে সেই সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তা এবং তাদের কাজকর্মের পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যে সমীক্ষার ফলাফলে উঠে এসেছে দেশের সেরা সেরা মুখ্যমন্ত্রীর (Most popular cm of India) নাম। তবে এই তালিকায় সেরার সেরা মুখ্যমন্ত্রী হতে পারেননি মমতা বন্দোপাধ্যায়ের মতো জনপ্রিয় মুখ, অথবা যোগী আদিত্যনাথ এর মত জনপ্রিয় মুখ্যমন্ত্রীও।
মমতা বন্দ্যোপাধ্যায় অথবা যোগী আদিত্যনাথের মত মুখ্যমন্ত্রী সেরার সেরা মুখ্যমন্ত্রী না হতে পারার কারণে অনেকের মধ্যেই প্রশ্ন, তাহলে কে এই শিরোপা ছিনিয়ে নিলেন সবাইকে পিছনে ফেলে? আসলে এমন শিরোপা সবাইকে পিছনে ফেলে নিজের ঝুলিতে পুরে নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে প্রায়সই নানান চর্চা চলে। তবে তারপরেও তিনি প্রথম স্থান অধিকার করতে পারেননি।
আরও পড়ুন ? Poor state: জানেন দেশের সবচেয়ে গরিব রাজ্য কোনটি, কোন রাজ্য সবচেয়ে বড়লোক!
সম্প্রতি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে অযোধ্যা রেলস্টেশনের সংস্করণ, নতুন অযোধ্যা এয়ারপোর্টের উদ্বোধন ইত্যাদির পাশাপাশি রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেভাবে হয়েছে উত্তরপ্রদেশে তারপরেও তাকে এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে। এই তালিকায় যোগী আদিত্যনাথের পর তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জায়গা পেয়েছেন চতুর্থ স্থানে। অন্যদিকে পঞ্চম স্থান পেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এর আগে এইরকমই একটি তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সেই তালিকায় দেখা গিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল তালিকায়। কিন্তু এবার তারা কেউই প্রথম ৫-এ জায়গা করে নিতে পারেননি। অন্য দিকে এই তালিকায় প্রথম স্থান পাওয়া নবীন পট্টনায়কের রেটিং হল ৫২.৭%, দ্বিতীয় স্থানাধিকারী যোগী আদিত্যনাথের রেটিং হল ৫১.৩%, তৃতীয় স্থান অধিকারী হিমন্ত বিশ্ব শর্মার রেটিং ৪৮.৬%।