Earn from Paytm: শুধু খরচ নয়! Paytm থেকে রয়েছে রোজগার করারও উপায়! রইল ৫ টিপস

Check these tips today if you want to earn from Paytm: বর্তমান ডিজিটাল যুগে অনলাইন পেমেন্ট মাধ্যম বহু আছে। তার মধ্যেই পেটিএমের নাম নিশ্চয়ই সবাই শুনেছে। এই অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন হচ্ছে সবসময় কারণ এমন অনেকেই আছেন যারা এই অ্যাপ নিয়মিত ব্যবহার করেন। কোথাও এমন ঘটনাও দেখা যায় যে ক্যাশব্যাক না পেয়ে বহু মানুষ হতাশ হয়ে পেটিএম ব্যবহার বন্ধ করে দিয়েছেন। কিন্তু আপনি একদমই হতাশ হবেন না একাধিক উপায়ের মাধ্যমে আপনি ক্যাশব্যাক পেতে পারবেন। অর্থাৎ Paytm থেকে সহজেই উপার্জন করা সম্ভব (Earn from Paytm)।

আপনারা কি জানেন গুগল পে, ফোনপে ছাড়াও পেটিএমে পাওয়া যায় বাড়তি সুবিধা? এই প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন কাজেই নির্দিষ্ট অঙ্কের ক্যাশব্যাক পাওয়া যায় (Earn from Paytm)। সেটা যেকোনো ক্ষেত্রেই হতে পারে অ্যাড মানি বলুন অথবা মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট। ইউজাররা নানাভাবে উপার্জন করতে পারে। এবার আমরা জেনে নেব কোন কোন পেমেন্টের মাধ্যমে সবথেকে বেশি ক্যাশব্যাক সংগ্রহ করা যায়।

পাশাপাশি আছে মোবাইল রিচার্জ, DTH রিচার্জ, বিদ্যুৎ বিল, ক্রেডিট কার্ড পেমেন্ট, গ্যাস বুকিং, সিনেমার টিকিট ইত্যাদি ক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে একাধিক প্রোমো কোড এবং অফার আপনি পেতে পারেন। এগুলোকে কাজে লাগিয়ে প্রতি পেমেন্টে ক্যাশব্যাক লাভ করতে পারবেন। এতে আপনার আয় হবে ভালই (Earn from Paytm)। এর দ্বারা পরবর্তী রিচার্জ অথবা বিল পেমেন্টে ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন 👉 PhonePe, Paytm-এ লেনদেনে এবার নিয়মে বদল, প্রভাব পড়বে ব্যবহারকারীদের উপর

Paytm এর মাধ্যমে মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল পেমেন্ট, গ্যাস বুকিং, টিভি রিচার্জ সবই এখন করা সম্ভব। UPI ব্যবহার করে বর্তমানে বহু কাজ অনায়াসেই করা যায়। তাই কেউ চাইলে পেটিএমের মধ্যে পেটিএম ওয়ালেট দিয়েই এসব আর্থিক লেনদেনের কাজ করতে পারেন (Earn from Paytm)। এর জন্য অ্যাপে মাঝে মধ্যেই একাধিক অফার চলে। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ওয়ালেটে অ্যাড করলে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ক্যাশব্যাক পয়েন্টস পেতে পারেন। আপনি Paytm এ এই অপশনটি পাবেন পেটিএম হোম পেজ > ডিলস অ্যান্ড ক্যাশব্যাক > ওয়ালেট অফার্সে।

আপনি যদি পেটিএম থেকে বিভিন্ন পেমেন্ট করেন তাহলে ক্যাশব্যাক অথবা ক্যাশব্যাক পয়েন্ট যোগ হয় অ্যাকাউন্টে। আপনার এই পয়েন্ট কিন্তু পেটিএম ভাউচার কেনার অথবা শপিংয়েও কাজে লাগাতে পারেন। এছাড়া, মোবাইল রিচার্জ করার সময় এই ভাউচার ব্যবহার করতে পারেন। প্রতি ১১০০ ক্যাশব্যাক পয়েন্টে ১০ টাকার ভাউচার কিনতে পারবেন।