বোলপুর এসে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিনলেন ‘ধানের ছড়া’

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় ব্যস্ত দেখা যায়। কাজ ছাড়া তিনি থাকেন না বললেই চলে। সেই রকমই বোলপুরে সোমবার তাকে আসার পর একই রকম ব্যস্ত দেখা গেল। বোলপুরে নেমেই পরপর কর্মসূচি সেড়ে ফেললেন। ছুটে গেলেন এদিক থেকে ওদিক।

এদিন তিনি দুপুর ৩:১৫ নাগাদ সোনাঝুরি সংলগ্ন সরকারডাঙ্গা মাঠে হেলিকপ্টার চড়ে অবতরণ করেন। পরে তিনি চলে যান আদিবাসীদের সংগ্রহশালায়। সেখানে তার হাত দিয়েই সংগ্রহশালার উদ্বোধন হয়। খোয়াইয়ে কর্মতীর্থ হাটে তাকে সেখানকার বিক্রেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে দেখা যায়। এছাড়াও আদিবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের বাদ্যযন্ত্র বাজান তিনি।

এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “এটি হলো একটি কর্মশালা। এটি একটি বিক্রয় কেন্দ্র। এখানে তারা জিনিসপত্র তৈরি করে বিক্রি করবেন। আমি এখান থেকে একটি ধানের ছড়া কিনলাম আর কিনলাম একটি ব্যাগ। ববিও তার মেয়ের জন্য কিছু একটা কিনলো।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার বীরভূমে এসেছিলেন ২০২০ সালে। এরপর আর তাকে বীরভূম সফরে আসতে দেখা যায়নি। এই নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, দীর্ঘদিন পর জেলায় এসে কেমন লাগছে আপনার? এমনটা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এতদিন আবার কি, সব সময় তো আসি”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে মঙ্গলবার মালদার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে বেশ কিছু কর্মসূচি করার পর ফের ফিরে আসবেন বীরভূমে। বুধবার ডাকবাংলো মাঠে একটি সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখান থেকে তারা বিতান সহ আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।