সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু মৃ*ত্যু! উত্তেজনায় ছড়াতেই ক্ষমা চাইলেন চিকিৎসক

রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার, চিকিৎসায় গাফিলতি, শিশু মৃত্যুর অভিযোগে বুধবার তুমুল উত্তেজনা ছড়াই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শেষমেষ ক্ষমা চেয়ে নেন ওই শিশুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক। যদিও তিনি চিকিৎসার গাফিলতির বিষয়টি মানতে নারাজ।

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় রোগীর পরিবারের দাবি, গতকাল রাত থেকেই শিশুটি কান্নাকাটি করছিল। বারবার চিকিৎসকদের জানানো সত্ত্বেও চিকিৎসা করা হয়নি। উপরন্তু ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের থেকে গালিগালাজ-সহ দুর্ব্যবহার এবং কোনরকম সহযোগিতা মেলেনি। আর এরই পরিপ্রেক্ষিতে তুমুল বিক্ষোভে নামেন মৃত শিশুর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় লরি চালক, পি*ষে দিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীকে, তুমুল বিক্ষোভ সিউড়িতে

জানা যাচ্ছে, মৃত ওই শিশুটির বাড়ি সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোর এলাকায়। মৃত শিশুর বাবা শেখ সাহেব ও অন্যান্যরা অভিযুক্ত চিকিৎসককে স্থানান্তরিত করার দাবী তুলেছেন অন্যত্র। বিক্ষোভের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।