বিস্ফোরণে এক শিশুর ডান হাতের আঙুল উড়ে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে ধন্দ! কেননা কেউ কেউ দাবি করছেন বোমা বিস্ফোরণে এমন ঘটনা ঘটেছে, আবার কেউ কেউ দাবি করছেন, বোমা নয়, শক্তিশালী চকলেট পটকা বিস্ফোরণেই এমন ঘটনা।
শনিবার এমন ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত পুরন্দরপুরে। পুরন্দরপুরের বান্ধব সমিতির কালীপুজোর মাঠে কুড়িয়ে পাওয়ার বিস্ফোরক থেকেই এমন ঘটনা। ঘটনায় ওই শিশুর ঠাকুমা হাসি অংকুর জানিয়েছেন, বিশাল আওয়াজ হয়। তারপর মঙ্গল ছুটে ছুটে আসে। দেখা যায় ডান হাতের কব্জির পর থেকে অনেকটা অংশ উড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ Kasba Hotel Death: ঠিক কী ঘটেছিল! কসবার হোটেলে বীরভূমের যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২
অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম দাবি করেছেন, বোমা বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি, শক্তিশালী চকলেট পটকা ফাটাতে গিয়েই এমন দুর্ঘটনা ঘটেছে।
