Tilpara Barrage: তিলপাড়া ব্যারেজে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত দুই

Tilpara Barrage: সিউড়ির তিলপাড়া ব্যারেজ সংস্কার চলাকালীন মাছ ধরার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকার মানুষদের। তবে এমন মাছ ধরাকে কেন্দ্র করে যুবকদের মধ্যে ভয়ংকর হাতাহাতি আর সেই ঘটনায় দুজন আহত হবেন তা হয়তো কারো ভাবা ছিল না। বিষয়টি ভাবনাতীত হলেও এমনই ঘটনা ঘটলো রবিবার।

তিলপাড়া ব্যারেজের (Tilpara Barrage) ময়ূরাক্ষী নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং সেই সংঘর্ষ এমন জায়গায় পৌঁছায় যে এক আহতকে হাসপাতালে ভর্তি করতে হয়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাছ ধরাকে কেন্দ্র করে এমন হাতাহাতি বাঁধে সিউড়ির বাঁশজোর এলাকার যুবকদের সঙ্গে মহম্মদবাজারের বাজারের খয়রাকুড়ি গ্রামের যুবকদের। এমন হাতাহাতি মারধরের ঘটনায় আহত হয় বাঁশজোড়ের তাহের আলী ও রাকেশ।