বন্ধ বক্রেশ্বর আরামবাগ হ্যাচারি, কর্মহীন দুই শতাধিক শ্রমিক

হিমাদ্রি মন্ডল : দীপাবলীর আলোকসজ্জার দিনেই অন্ধকার নেমে এলো রাজনগর হ্যাচারি প্রকল্পের শ্রমিকদের মধ্যে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রাজনগর ব্লকের তাঁতীপাড়ায় অবস্থিত আরামবাগ হ্যাচারির বক্রেশ্বর শাখা। কাজ হারালেন প্রায় দুই শতাধিক শ্রমিক।

দীপাবলীর দিন সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন আরামবাগ হ্যাচারি কর্মকর্তারা নোটিশ টাঙ্গিয়েছেন হ্যাচারি বন্ধের বিষয়ে। সেই নোটিশ দেখে তারা চিন্তাগ্রস্থ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আরামবাগ হ্যাচারি মূল গেটে।

১৯৭৯ সালে এই আরামবাগ হ্যাচারির বক্রেশ্বর শাখার প্রতিষ্ঠা করেন আরামবাগ হ্যাচারি কোম্পানির মালিক বি কে রায় স্বাধীনতা সংগ্রামী মিহির লাল চট্টোপাধ্যায়ের অনুরোধে। প্রায় ৫০০ বিঘা জায়গা নিয়ে আরামবাগ হ্যাচারি বক্রেশ্বর শাখা তাঁতীপাড়ায় রমরমিয়ে চলতে থাকে। জেলার সবথেকে বড় হ্যাচারীর শাখা ছিল এই আরামবাগ হ্যাচারি বক্রেশ্বর শাখা। বছরে কয়েকশো কোটি টাকার ব্যবসা করত আরামবাগ হ্যাচারি এই শাখা থেকে।

জিএসটি, নোট বন্দি, শ্রমিকদের নিয়ম শৃঙ্খলার অভাব ও আরামবাগ হ্যাচারি কর্মকর্তাদের অসম্মান করার কারণ দেখিয়ে এই নোটিশ ঝোলানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। যদিও হ্যাচারি বন্ধ করা নিয়ে শ্রমিকদের অনেকের অভিযোগ, পুজোর মাসে বোনাস এবং বেতন চাওয়ার পরই এমন ঘটনা ঘটে। এ বিষয়ে আরামবাগ হ্যাচারি পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে যা বলার উর্দ্ধতন কর্তৃপক্ষ বলবেন। স্বভাবতই এত বড় একটা শিল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য অথৈ জলে কর্মচারীসহ তাদের পরিবারবর্গ।