পশ্চিমবঙ্গে চালু হতে পারে ‘আয়ুষ্মান ভারত’, সামনে এলো রাজ্য সরকারের চিঠি

নিজস্ব প্রতিবেদন : এযাবত পশ্চিমবঙ্গের বাসিন্দারা কেন্দ্র সরকারের প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এর সুবিধা পান না। শুধু ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নয়, এর পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলি পশ্চিমবঙ্গে লাগু হয়নি। তবে এবার ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্টের তরফ থেকে সেপ্টেম্বর মাসের ১১ তারিখ পশ্চিমবঙ্গ সহ দেশের ৬ রাজ্যকে নোটিশ করে কেন এই ৬ রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ করা হয় নি। আর এই সকল সমালোচনা এবং সুপ্রিম কোর্টের নোটিশের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মঙ্গলবার জানানো হয় কেন্দ্র সরকারের দুটি প্রকল্প আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি রাজ্যে চালু করার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার এগিয়ে বাংলা টুইটার হ্যান্ডেল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি চিঠির প্রতিলিপি আপলোড করে জানানো হয়েছে যে, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত বাস্তবায়নের বিষয়ে ৯ই সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনকে চিঠি পাঠিয়েছেন।”

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার বিষয়ে চিঠি পাঠানোর কথা জানানো হলেও এটাও জানা গিয়েছে যে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ প্রকল্প চালু করার জন্য একটি চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে।

তবে এই দুটি প্রকল্প কেন রাজ্যে চালু করা হয়নি তা নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিকল্প হিসাবে রয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের বিকল্প হিসাবে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প।

অন্যদিকে যখন সংসদে তিনটি কৃষি বিল পাস হওয়া নিয়ে চরম বিরোধিতার নেমেছেন বিরোধীরা তখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে টুইট করে বিঁধে বলেন, পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কারণ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্প নিধি চালু হয়নি। এই প্রকল্পে কৃষকরা ১২ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতেন। এর পাশাপাশি রাজ্যপালের তরফ থেকে দাবি করা হয় এই প্রকল্পের মাধ্যমে অন্যান্য রাজ্যের কৃষকরা সুবিধা পাচ্ছেন। আর রাজ্যপালের এই ট্যুইটের পাল্টা হিসেবেই রাজ্য সরকারের তরফ থেকে এই চিঠি সামনে আনা হলো বলে মনে করা হচ্ছে।

কেন্দ্র সরকারকে রাজ্য সরকারের তরফ থেকে এই দুটি প্রকল্প রাজ্যে চালু করার জন্য যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি সামনে আসার পর থেকেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এই দুটি প্রকল্প চালু হয়ে যেতে পারে।