পুজোর মুখে আশাকর্মীরদের জন্য সুখবর, বাড়ানো হলো বোনাসের পরিমাণ

নিজস্ব প্রতিবেদন : সঠিক সময়ে বেতন না পাওয়া, পারিশ্রমিকের তুলনায় বেতন কম দেওয়া ইত্যাদি নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় জেলার আশাকর্মীদের বিক্ষোভে নামতে দেখা যায়। তবে এবার পুজোর আগে আশা কর্মীদের সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বোনাস নিয়ে বুধবার এই সুখবর দিতে দেখা গেল তাকে।

দুর্গাপুজোর হাতে মাত্র আর কয়েকটা দিন। ইতিমধ্যেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। চারদিকে বাড়ছে বাদ্যি। আলোই সেজে উঠেছে শহর থেকে শহরতলী। এমনকি এখন থেকেই প্রতিমা দর্শন শুরু হয়ে গিয়েছে বড় বড় পূজোমন্ডপে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভার্চুয়ালি হাজারের কাছাকাছি পুজোর উদ্বোধন করে দিয়েছেন। বুধবার এই পুজোর উদ্বোধন অনুষ্ঠান চলাকালীনই তিনি আশা কর্মীদের এমন সুখবর দেন।

বুধবার ভার্চুয়ালি পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “শহরের আশাকর্মীরা পুজোর বোনাস হিসেবে সাড়ে চার হাজার টাকা বোনাস পান। কিন্তু জেলার ক্ষেত্রে আশাকর্মীরা ২ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত পেতেন। এবার থেকে জেলা বা শহর নয়, সমস্ত আশাকর্মীরাই সাড়ে চার হাজার টাকা বোনাস পাবেন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের প্রতিটি জেলার আশা কর্মীদের বোনাস পাওয়ার ক্ষেত্রে কোন ভিন্নতা থাকবে না। শহরের মতো জেলার আশা কর্মীরাও সাড়ে চার হাজার টাকা বোনাস পাবেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই বছর থেকেই জেলার আশা কর্মীরা তাদের বর্ধিত বোনাস পাবেন কিনা তা অবশ্যই স্পষ্ট নয়।

জেলার আশা কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা নিয়ে সুখবর দেওয়া হলেও আশা কর্মীদের মধ্যে এখনো ক্ষোভ রয়েছে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। এমনকি এই বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত জল গড়িয়েছে। এর পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের আদালতের তরফ থেকে ডিএম মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সরকারের তরফ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এসবের পরিপ্রেক্ষিতে ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে।