সড়ক পথ, রেলপথের মতোই বাংলার যোগাযোগ ব্যবস্থায় অন্যতম ভূমিকা পালন করে থাকে জলপথ। আর জলপথের গুরুত্বের কথা মাথায় রেখে দিন দিন ফেরি পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চালানো হচ্ছে। ঠিক সেই রকমই এবার রাজ্যে সিএনজি ফেরি পরিষেবা চালু হবে বলেই আশা করা হচ্ছে। যে সিএনজি ফেরি পরিসেবা চলবে বিশেষ একটি রুটে।
রাজ্যে সিএনজি ফেরি পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি। সিএনজি ফেরি পরিষেবা চালু হলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে এমন পরিসেবা আপাতত রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হবে। আর পরীক্ষামূলকভাবে এমন পরিষেবা তাড়াতাড়ি চালু হবে বেঙ্গল গ্যাস কোম্পানির হাত ধরে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: SSC Counselling: স্কুল সার্ভিস কমিশন চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কাউন্সেলিং-এর দিন ঘোষণা করলো SSC
সিএনজি ফেরি পরিসেবা চালু করার জন্য বেঙ্গল গ্যাস কোম্পানির আধিকারিকরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চান। এক্ষেত্রে রাজ্য সরকার পরিবেশ বান্ধব জ্বালানি দিয়ে ফেরি পরিষেবা চালানোর ক্ষেত্রে কি মনোভাব দেখাচ্ছে তা তারা জানতে চান এবং রাজ্য সরকার এই বিষয়ে সবুজ সংকেত দিলেই সিএনজি চালিত ফেরি পরিষেবা রাজ্যে চালু হয়ে যাবে।
যা জানা যাচ্ছে তাতে পরীক্ষামূলকভাবে সিএনজি চালিত ফেরি পরিষেবা চালু হতে পারে রাজ্যের হুগলী ঘাট থেকে হালিশহর পর্যন্ত। তবে এমন পরিষেবা চালু করার ক্ষেত্রে পরিকাঠামোগত বেশ কিছু পরিবর্তন প্রয়োজন। কেননা সিএনজি চালিত পরিষেবার জন্য জ্বালানি ভরার নির্দিষ্ট জায়গা প্রয়োজন। যদিও সেই জায়গা সংস্থা দেখছে বলেই জানা গিয়েছে।
এছাড়াও যে সকল ফেরী এই মুহূর্তে ডিজেলের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে সেই সকল ফেরিগুলিকে সিএনজি চালিত করার ক্ষেত্রে কি কি পরিবর্তন করা দরকার সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই সকল সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যের ফেরি পরিষেবায় আমূল একটি পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আর এমন পরিবর্তন এলে পরিবেশ দূষণও অনেকটাই কমে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।