নিজস্ব প্রতিবেদন : আবহাওয়ার অসম্ভব খামখেয়ালিপনা! মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের তথ্য। গত কয়েকদিন ধরে এমনই খামখেয়ালি আবহাওয়ার পাশাপাশি খামখেয়ালি পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের (Weather Update South Bengal and North Bengal) বিভিন্ন জেলার জন্য। রবিবার আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বৃষ্টিপাতের পাশাপাশি এবার শৈত্যপ্রবাহের সর্তকতা (Cold Wave Warning) রয়েছে ৪ জেলায়।
রবিবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস থেকেই জানা যাচ্ছে রাজ্যের ৪ জেলায় শৈত্যপ্রবাহ বইতে পারে। হাওয়া অফিসের তরফ থেকে আগেও জানানো হয়েছিল এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এমন শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন জেলার জন্য বৃষ্টির পূর্বাভাসও।
প্রথমেই যদি বৃষ্টির পূর্বাভাসের দিকে তাকানো যায় তাহলে বলা যায়, ৩০ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়। ৩১ জানুয়ারি দার্জিলিং এবং কালিম্পং জেলায় তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের ২৩ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ৩১ জানুয়ারি থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই ফেব্রুয়ারি মাসের ১ তারিখও রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন ? Farewell of Winter: কবে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে শীত! কি জানাচ্ছে হওয়া অফিস
২ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ৩ ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোন জেলাতে না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে এমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
Weather Report West Bengal pic.twitter.com/iV9eVGT9K7
— BanglaXp Official (@BanglaXpBengali) January 28, 2024
Weather Report West Bengal pic.twitter.com/ErgXQL86Ca
— BanglaXp Official (@BanglaXpBengali) January 28, 2024
এরই মধ্যে আবার শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে, উত্তরবঙ্গের চার জেলার ক্ষেত্রে। সোমবার সকাল পর্যন্ত শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে কেবলমাত্র উত্তর দিনাজপুরে। এরপরই এই সকল জেলার তাপমাত্রা বৃদ্ধি পাবে মূলত বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে।