কেন্দ্র সরকারের বড় ঘোষণা, সংবিধান দিবস উপলক্ষ্যে লোগো বানিয়ে জিতে নিন নগদ পুরস্কার

নিজস্ব প্রতিবেদন : স্বাধীন ভারতের ইতিহাসে ২৬ শে নভেম্বর একটি ঐতিহাসিক দিন। ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর ভারতের সংবিধানের খসড়া গৃহীত হয়েছিল। দুমাস পরে অর্থাৎ ২৬ শে জানুয়ারি থেকে সেই সংবিধান কার্যকর করা হয়। এই দিন থেকে ভারত ‘সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ হিসেবে পরিচিতি লাভ করে।

এই বছর প্রজাতন্ত্র দিবসের ৭০ বছর সম্পূর্ণ করছে। এই উপলক্ষে ভারত সরকারের তরফ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা করেছে। যার মাধ্যমে ভারত সরকার সংবিধানের চতুর্থ অনুচ্ছেদ আর্টিকেল ৫১এ এর অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে সচেতনতা মূলক প্রচারের প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রতিযোগিতার ফল প্রকাশ করা হবে ১৪ই এপ্রিল, বাবাসাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তীতে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে সংবিধান দিবস সম্পর্কিত একটি লোগো তৈরি করতে হবে। যে লোগোটি আপনাকে আপলোড করতে My Gov পোর্টালে। সেখানে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হবে তিনজনকে। প্রথম সফল প্রতিযোগী পাবেন ১৫০০০ টাকার পুরস্কার। দ্বিতীয় হওয়া প্রতিযোগী পাবেন ১০০০০ টাকা ও তৃতীয় হওয়া প্রতিযোগী পাবেন ৫০০০ টাকা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রয়েছে বেশকিছু শর্ত

প্রতিযোগীকে অবশ্যই ভারতীয় হতে হবে তবেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।

My Gov পোর্টালে প্রতিযোগীর প্রোফাইল থাকতে হবে। সঙ্গে থাকতে হবে প্রতিযোগীর ছবি নাম ও ফোন নাম্বার। অসম্পূর্ণ প্রোফাইল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে না।

প্রতিযোগীর লোগো নিজস্ব হতে হবে এবং বিজয়ী প্রতিযোগীর লোগো ডিপার্টমেন্ট অব জাস্টিস ব্যবহার করবে।

লোগোতে কোনরকম ওয়াটার মার্ক দেওয়া যাবে না।

লোগোটি যেন ভারতের কপিরাইট ১৯৫৭র কোন বিধি ভঙ্গ না করে।

যদি কোন প্রতিযোগী এই কপিরাইট বিধি লঙ্ঘন করে তাহলে প্রতিযোগিতা থেকে তার নাম বাতিল করা হবে।

ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মীরা এবং তাদের আত্মীয়-স্বজনরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মান্য হবে।

লোগোটি JPG, PNG অথবা PDF ফরম্যাটে জমা করতে হবে।

লোগোটির সাইজ হবে ৫ সেন্টিমিটার থেকে ৬০ সেন্টিমিটার পোট্রেট অথবা ল্যান্ডস্কেপ।

লোগো পাঠানোর শেষ তারিখ ১২ই নভেম্বর রাত্রি ১১:৪৫ মিনিট।