Birbhum: দেবী দুর্গার যাওয়ার পালায় যখন দুর্গার প্রতিমা বিসর্জনে ব্যস্ত সাধারণ মানুষ, ঠিক সেই সময় বিসর্জনকে কেন্দ্র করে কেষ্ট কাজল গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে উঠলো জেলায়। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে, দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। যে লড়াইয়ে কাজল গোষ্ঠীর লোকজন অনুব্রত গোষ্ঠীর লোকজনদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
বিসর্জনকে কেন্দ্র করে বীরভূমে (Birbhum) এমন ঘটনাটি ঘটেছে সিউড়ি দু’নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে। যেখানে মূলত অনুব্রত মণ্ডল ও কাজল শেখ গোষ্ঠীর সাহা পরিবারের অনুগামীরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এরপর দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হলে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কয়েকজন আহত হন এবং তাদের শুক্রবার রাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
যদিও এই ঘটনায় পুরোদমে রাজনৈতিক রঙ মেশানোর চেষ্টা চলেছে। এবং তা করতে তৃণমূলের একাংশ বেশ খানিকটা সফল। কিন্তু সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, আসলে পুরো ঘটনার সুত্রপাত হয়েছে বক্স বাজানোকে কেন্দ্র করেই।