বিশ্বাসঘাতক দেশ! তুরস্ক থেকে আপেল আমদানি বন্ধের দাবি

অপারেশন ‘সিন্দুর’ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ সৃষ্টি হয়। ইসলামাবাদ একাধিক ড্রোন ব্যবহার করে ভারতের ভূখণ্ডে হামলার প্রচেষ্টা চালিয়েছে, যেগুলির বেশিরভাগই তুরস্ক নির্মিত বলে জানা গিয়েছে। এই প্রেক্ষিতে তুরস্কের সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র কুলদীপ সিং রাঠোর। তিনি তুরস্ক থেকে আপেলসহ সমস্ত পণ্যের আমদানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন।

২০২৩ সালে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল তুরস্ক, যেখানে প্রাণ হারান ৫০ হাজারেরও বেশি মানুষ। তখন ভারত ‘অপারেশন দোস্ত’-এর মাধ্যমে বিপুল মানবিক সাহায্য পাঠিয়েছিল, মেডিক্যাল টিম ও ত্রাণসামগ্রী পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল আঙ্কারার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তুরস্ক সেই সহানুভূতির প্রতিদান না দিয়ে পাকিস্তানকে ড্রোন ও অস্ত্র সরবরাহ করে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমনটাই অভিযোগ কংগ্রেস নেতার।

আরও পড়ুন: জুনে শুরু হচ্ছে বিদ্যাসাগর সেতুর মেরামত, রাতেই অধিকাংশ কাজ সম্পন্নের পরিকল্পনা

রাঠোরের মতে, দেশের স্বার্থই সবার আগে। তিনি বলেন, এখন সময় এসেছে তুরস্কের সঙ্গে সমস্ত ধরনের আমদানি-রপ্তানি সম্পর্ক বন্ধ করে দেওয়ার। পাশাপাশি, ভারতীয় নাগরিকদেরও ওই দেশে ভ্রমণ না করাই শ্রেয়।