Soybean Oil Price: মধ্যবিত্তের রান্নাঘর যে উপকরণটি ছাড়া অসম্পূর্ণ তা হল রান্নার তেল। তবে এই রান্নার তেলের দাম ক্রমশই বৃদ্ধি পাচ্ছে যা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তবে এবার মধ্যবিত্তের কথা মাথায় রেখেই রান্নার তেলের দাম কমাতে চলেছে চীন সরকার।
মূলত আমেরিকাকে চাপে ফেলতে নতুন কৌশলের ফন্দি আটছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত সোয়াবিন তেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। চীন সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে মধ্যবিত্ত।
আরও পড়ুন: Bowbazar Metro Station: অবশেষে চালু হতে চলেছে বউবাজার মেট্রো, কবে থেকে পাবেন পরিষেবা?
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত সোয়াবিন তেলের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ছিল এতদিন। কিন্তু বর্তমানে ওই শুল্কের ওপর আরও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে চীন। চীনে এতদিন যে পরিমাণ সোয়াবিন তেল আমেরিকা পাঠিয়েছে এখন অতিরিক্ত শুল্ক যোগ হওয়ার পর এখন সেই পরিমাণ তেল সেখানে পাঠাতে পারবে না। সুতরাং তেলের চাহিদা কমলে দামও কমবে। যা স্বস্তি দেবে আমজনতাকে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারদর হিসেবে গত তিন দিনে প্রতি টন সোয়াবিন তেলের দাম কমেছে ৫০ ডলার করে। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, এই পরিস্থিতি বজায় থাকলে সূর্যমুখী তেল, সর্ষের তেল, পাম অয়েল ইত্যাদি তেলের দামও হ্রাস পেতে পারে।
গত তিনদিন আগেও এক টন সোয়াবিন তেলের বাজার মূল্য ছিল ১ হাজার ১৫০ ডলার। এখন তা দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ ডলারে। যা অত্যন্ত ভালো খবর। সূর্যমুখী তেল, পাম অয়েলের দামও অল্প মাত্রায় কমেছে। আদানি উইলামারের এক কর্তা জানিয়েছেন, এপ্রিল-জুন সময়কাল জুড়ে রান্নার তেলের দাম কমের মধ্যে থাকতে পারে। তবে পরে তা কতটা বাড়বে তা এখনো নিশ্চিত নয় কেউ।