Visva-Bharati University: করোনা কালে বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখার স্বপ্ন পর্যটকদের কাছে অধরা হতে শুরু করে। কেননা এই সময় থেকেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় বিশ্বভারতী ঘুরে দেখার দরজা। তবে এবার নতুন করে এই সুযোগ করে দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের শুরুতেই পর্যটকদের জন্য বিশ্বভারতীর (Visva-Bharati University) ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘুরে দেখার সুযোগ করে দেওয়া হবে বলেই জানালেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। আর এরই পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর উপাচার্য নিজে এবং কর্মী ও অধ্যাপকদের নিয়ে একটি ট্রায়াল রান করা হয়।
আরও পড়ুন: জোর কদমে চলছে তিলপাড়া ব্যারেজ মেরামতির কাজ, তার মাঝেই হুলস্থুলু কান্ড
নতুন করে বিশ্বভারতীর (Visva-Bharati University) বিভিন্ন জায়গার পাশাপাশি ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া জায়গাগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়ার ক্ষেত্রে নতুন করে টিকিট এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সেই টিকিট ও মূল্য ট্রায়াল রান চালানোর দিন প্রকাশ করা হয়। টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। দলবদ্ধভাবে কোন স্কুল তাদের পড়ুয়াদের নিয়ে গেলে খরচ পড়বে পড়ুয়া পিছু ৫০ টাকা। তবে যদি কোন পড়ুয়া ঘুরতে যান এবং সে ব্যক্তিগতভাবে বিশ্বভারতীর বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চাইলে তাকে দিতে হবে দেড়শ টাকা। সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। তবে বিদেশ থেকে আসা পর্যন্ত অর্থাৎ বিদেশীদের জন্য বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা ঘুরে দেখার ক্ষেত্রে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় এক হাজার টাকা।